চট্টগ্রামের ফটিকছড়িতে চোর সন্দেহে তিন কিশোরকে বেঁধে পেটানোর ঘটনায় এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চেইঙ্গার সেতু এলাকায় এ ঘটনা ঘটে। তবে পুলিশের ধারণা, এটি সাধারণ কোনো গণপিটুনি নয়; বরং পূর্বের বিরোধ থেকে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।
নিহত কিশোরের নাম মো. রিহান মহিন (১৫)। সে ওই এলাকার মুদি দোকানি মুহাম্মদ লোকমানের ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, রিহান বৃহস্পতিবার তার দুই বন্ধু মুহাম্মদ মানিক ও মুহাম্মদ রাহাতকে নিয়ে চট্টগ্রাম নগরে বেড়াতে গিয়েছিল। রাতে তারা বাড়ি ফেরার পথে আগে থেকে ওত পেতে থাকা সাত-আটজন যুবক তাদের ধাওয়া দেয়। চোর আখ্যা দিয়ে দৌড় করালে তিন কিশোর একটি নির্মাণাধীন ভবনে আশ্রয় নেয়। সেখান থেকে তাদের ধরে এনে সেতুর ওপর রশি দিয়ে বেঁধে বেধড়ক পেটানো হয়। ঘটনাস্থলেই রিহান মারা যায়। গুরুতর আহত অবস্থায় মানিক ও রাহাতকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
পুলিশ জানায়, নিহত রিহান বাবার মুদি দোকানে সহকারী হিসেবে কাজ করত। পরিকল্পিত এ হামলার ঘটনায় জড়িত সন্দেহে দুই যুবককে হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, “ওই তিন কিশোর নগরে বেড়াতে গিয়ে মধ্যরাতে বাড়ি ফিরছিল। কেন, কী কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্ত করা হচ্ছে। পরিবারকে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। মূল হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
তিনি আরও বলেন, “একই গ্রামের যুবকেরা হামলা করায় এটিকে সাধারণ গণপিটুনি বা চোর সন্দেহের ঘটনা মনে হচ্ছে না। তাদের মধ্যে কোনো বিরোধ বা শত্রুতা থেকেই হয়তো এই ঘটনার সূত্রপাত।”