ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বন্ধুত্বের প্রতীক সুধীর বাবু আর নেই, কুমিল্লায় নিজ বাড়িতে মৃত্যু

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:১৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • ৫১৮ বার পড়া হয়েছে

কুমিল্লার চৌদ্দগ্রামে আলোচিত সেই সুধীর বাবু মারা গেছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার গুণবতী ইউনিয়নের চাপাচৌঁ গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর বিষয়টি তার ছেলে অর্জুন চন্দ্র দাস নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার রাতেই বাবার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

২০২১ সালের ৮ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে সুধীর বাবুর একটি ছবি ভাইরাল হয়। ছবিটিতে দেখা যায়, মুসলিম বাল্যবন্ধু আমির হোসেনের জানাজায় গাছের গুঁড়িতে বসে কাঁদছেন তিনি। ছবিটি ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে আলোচনায় আসেন সুধীর বাবু। লাখো মানুষ ছবিটি শেয়ার করে লিখেছিলেন—বন্ধুত্বের কোনো জাত-ধর্ম নেই।

স্থানীয়রা জানান, সুধীর বাবু ও আমির হোসেন ছোটবেলা থেকেই অবিচ্ছেদ্য বন্ধু ছিলেন। একসঙ্গে খেলাধুলা ও আড্ডায় বেড়ে ওঠা এই দুই বন্ধু পরবর্তীতে গুণবতী বাজারে পাশাপাশি ব্যবসা শুরু করেন। কাজের ব্যস্ততার মাঝেও সুযোগ পেলেই ঘণ্টার পর ঘণ্টা একসঙ্গে সময় কাটাতেন তারা।

আজ সেই সুধীর বাবুর প্রস্থান এলাকাবাসীর মনে বেদনার সঞ্চার করেছে। বন্ধুত্বের প্রতীক হয়ে ওঠা তার নাম মানুষ মনে রাখবে দীর্ঘদিন।

জনপ্রিয় সংবাদ

চীনের আমন্ত্রণে এনসিপির আট সদস্যের প্রতিনিধি দল বেইজিং সফরে

বন্ধুত্বের প্রতীক সুধীর বাবু আর নেই, কুমিল্লায় নিজ বাড়িতে মৃত্যু

আপডেট সময় ০৯:১৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

কুমিল্লার চৌদ্দগ্রামে আলোচিত সেই সুধীর বাবু মারা গেছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার গুণবতী ইউনিয়নের চাপাচৌঁ গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর বিষয়টি তার ছেলে অর্জুন চন্দ্র দাস নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার রাতেই বাবার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

২০২১ সালের ৮ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে সুধীর বাবুর একটি ছবি ভাইরাল হয়। ছবিটিতে দেখা যায়, মুসলিম বাল্যবন্ধু আমির হোসেনের জানাজায় গাছের গুঁড়িতে বসে কাঁদছেন তিনি। ছবিটি ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে আলোচনায় আসেন সুধীর বাবু। লাখো মানুষ ছবিটি শেয়ার করে লিখেছিলেন—বন্ধুত্বের কোনো জাত-ধর্ম নেই।

স্থানীয়রা জানান, সুধীর বাবু ও আমির হোসেন ছোটবেলা থেকেই অবিচ্ছেদ্য বন্ধু ছিলেন। একসঙ্গে খেলাধুলা ও আড্ডায় বেড়ে ওঠা এই দুই বন্ধু পরবর্তীতে গুণবতী বাজারে পাশাপাশি ব্যবসা শুরু করেন। কাজের ব্যস্ততার মাঝেও সুযোগ পেলেই ঘণ্টার পর ঘণ্টা একসঙ্গে সময় কাটাতেন তারা।

আজ সেই সুধীর বাবুর প্রস্থান এলাকাবাসীর মনে বেদনার সঞ্চার করেছে। বন্ধুত্বের প্রতীক হয়ে ওঠা তার নাম মানুষ মনে রাখবে দীর্ঘদিন।