প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে ধানমন্ডি থানার মামলায় রোববার (৩১ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিয়েছেন আলোচিত মডেল মেঘনা আলম।
আদালতে কোরআন হাতে মেঘনা আলম বলেন, “আমার সঙ্গে কখনো কোনো পুরুষের শারীরিক সম্পর্ক হয়নি। সৌদি রাষ্ট্রদূত ঈসা বাদে অন্য কোনো পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্ক হয়নি। আমাকে চরিত্রহীন বা লম্পট প্রমাণ করার যে কোনো অপচেষ্টা বন্ধ হোক।”
এদিন আদালতে তার পাসপোর্ট, মোবাইল ও ল্যাপটপসহ অন্যান্য জিনিস ফেরত দেওয়ার আবেদন শুনানি হয়। মেঘনার আইনজীবী গত ২৯ জুলাই এসব ফেরতের আবেদন করেছিলেন। তবে আদালত তদন্ত করে ফরেনসিক প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছিলেন।
তদন্তকারী কর্মকর্তা আদালতে জানান, মেঘনার ল্যাপটপ ও মোবাইলের পাসওয়ার্ড না দেওয়ায় ফরেনসিক করা সম্ভব হয়নি। অন্যদিকে, মেঘনার পক্ষ জানান, পাসওয়ার্ড তারা দিতে প্রস্তুত, কিন্তু তদন্তকারী কর্মকর্তা সরাসরি চায়নি।
আদালত আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ফরেনসিক প্রতিবেদন প্রস্তুত করে দাখিলের নির্দেশ দিয়েছেন।