ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্রদলকে অবিলম্বে এ ধরনের স্লোগানের জন্য ক্ষমা চাইতে হবে: শিবির

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৪১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৩৬ বার পড়া হয়েছে

খুলনার সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজে ছাত্রদলের আয়োজিত এক বিক্ষোভ মিছিলে ‘একটা একটা শিবির ধর, ধইরা ধইরা জবাই কর’সহ সহিংস ও উগ্র স্লোগান দেওয়ায় তীব্র নিন্দা জানিয়েছে খুলনা মহানগর ছাত্রশিবির। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) প্রকাশিত এক যৌথ বিবৃতিতে তারা জানান, এই ধরনের স্লোগান ক্যাম্পাসে সহাবস্থানের জন্য অশনিসংকেত।

ছাত্রশিবিরের মহানগর সভাপতি আরাফাত হোসেন মিলন ও সেক্রেটারি রাকিব হাসান বলেন, ‘ছাত্রদলের এই উগ্র আচরণ অতীতের বামপন্থী বা ফ্যাসিস্ট ছাত্ররাজনীতির পুনরাবৃত্তি। তারা তাদের কেন্দ্রীয় পেজে মিছিলের ভিডিও প্রচার করেছে, যা তাদের সামগ্রিক মনোভাবের প্রকাশ।’

বিবৃতিতে ছাত্রশিবির হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘ছাত্রদল অবিলম্বে এ ধরনের স্লোগানের জন্য ক্ষমা চাবে। অন্যথায় আমরা আইনগত ব্যবস্থা নেব এবং ভবিষ্যতে এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের কঠোর জবাব দেওয়া হবে।’

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলকে অবিলম্বে এ ধরনের স্লোগানের জন্য ক্ষমা চাইতে হবে: শিবির

আপডেট সময় ১১:৪১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

খুলনার সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজে ছাত্রদলের আয়োজিত এক বিক্ষোভ মিছিলে ‘একটা একটা শিবির ধর, ধইরা ধইরা জবাই কর’সহ সহিংস ও উগ্র স্লোগান দেওয়ায় তীব্র নিন্দা জানিয়েছে খুলনা মহানগর ছাত্রশিবির। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) প্রকাশিত এক যৌথ বিবৃতিতে তারা জানান, এই ধরনের স্লোগান ক্যাম্পাসে সহাবস্থানের জন্য অশনিসংকেত।

ছাত্রশিবিরের মহানগর সভাপতি আরাফাত হোসেন মিলন ও সেক্রেটারি রাকিব হাসান বলেন, ‘ছাত্রদলের এই উগ্র আচরণ অতীতের বামপন্থী বা ফ্যাসিস্ট ছাত্ররাজনীতির পুনরাবৃত্তি। তারা তাদের কেন্দ্রীয় পেজে মিছিলের ভিডিও প্রচার করেছে, যা তাদের সামগ্রিক মনোভাবের প্রকাশ।’

বিবৃতিতে ছাত্রশিবির হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘ছাত্রদল অবিলম্বে এ ধরনের স্লোগানের জন্য ক্ষমা চাবে। অন্যথায় আমরা আইনগত ব্যবস্থা নেব এবং ভবিষ্যতে এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের কঠোর জবাব দেওয়া হবে।’