ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

রাঙামাটিতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৬:৫৪:৩১ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৪১ বার পড়া হয়েছে

রাঙামাটির লংগদু উপজেলার চ্যানেল এস টিভি ও দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধি মঞ্জুরুল ইসলাম লিটনের বিরুদ্ধে একটি অনলাইন পোর্টাল এবং স্থানীয়ভাবে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচারের অভিযোগ উঠেছে।

সম্প্রতি আলম ফুড বেকারির মালিক রাশেদুল আলম দাবি করেছেন, মঞ্জুরুল ইসলাম ও তার সহযোগী বেকারিতে প্রবেশ করে ছবি ও ভিডিও ধারণ করে চাঁদা দাবি করেছেন। এ অভিযোগ প্রসঙ্গে সাংবাদিক লিটন জানান—“এটি সম্পূর্ণ মনগড়া ও ষড়যন্ত্রমূলক সংবাদ। প্রকৃতপক্ষে আমি স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বেকারির অস্বাস্থ্যকর পরিবেশে গিয়ে ছবি ও ভিডিও ধারণ করি। কিন্তু বিষয়টি গণমাধ্যমে প্রচার হবে বুঝতে পেরে বেকারি মালিক উল্টো আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার শুরু করেছেন।”

তিনি আরও বলেন, “সংবাদে বলা হয়েছে আমি নাকি ফোনে যোগাযোগ করেছি এবং টাকা দাবি করেছি—কিন্তু কোনো প্রমাণ নেই। বাস্তবে আমাকে ফোন করে বা আমার সাক্ষাৎকার নিয়েও কেউ কোনো তথ্য সংগ্রহ করেনি। এমনকি স্থানীয় প্রেসক্লাবের সভাপতি এবিএস মামুনকেও ফোন করা হয়নি, অথচ তার নাম ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে।”

লিটন অভিযোগ করে বলেন, “আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে একটি মহল ষড়যন্ত্র করছে। কয়েকদিন আগে ইনকিলাব পত্রিকার প্রতিনিধি শাহ আলম আমাকে লংগদু প্রতিনিধি করার নামে টাকা নেন এবং পরে প্রতারণার মাধ্যমে অন্যকে দায়িত্ব দেন। বিষয়টি প্রকাশ হয়ে গেলে তাকে পদ থেকে বহিষ্কার করা হয়। সেই রেশ ধরেই আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়ানো হচ্ছে।”

তিনি আরও জানান, “আমার নাম ব্যবহার করে কেউ যদি কোনো ধরনের অর্থ লেনদেন করে, তার দায় আমি নেব না। আমি একজন সাংবাদিক হিসেবে জনগণের সমস্যাগুলো তুলে ধরছি—এটাই আমার একমাত্র উদ্দেশ্য।”

মঞ্জুরুল ইসলাম লিটন এসব অভিযোগকে “দূরভিসন্ধিমূলক ও তথ্য-উপাত্তবিহীন” আখ্যা দিয়ে বলেন—“আমি এই মিথ্যা সংবাদ ও ষড়যন্ত্রমূলক অপপ্রচারের তীব্র নিন্দা জানাই। সত্যতা যাচাই না করে এমন সংবাদ প্রচার সাংবাদিকতার নীতির পরিপন্থী।”

জনপ্রিয় সংবাদ

ইসলামী আন্দোলন: পিআর পদ্ধতির নির্বাচন না হলে রাজপথে নামতে হবে

রাঙামাটিতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ

আপডেট সময় ০৬:৫৪:৩১ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

রাঙামাটির লংগদু উপজেলার চ্যানেল এস টিভি ও দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধি মঞ্জুরুল ইসলাম লিটনের বিরুদ্ধে একটি অনলাইন পোর্টাল এবং স্থানীয়ভাবে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচারের অভিযোগ উঠেছে।

সম্প্রতি আলম ফুড বেকারির মালিক রাশেদুল আলম দাবি করেছেন, মঞ্জুরুল ইসলাম ও তার সহযোগী বেকারিতে প্রবেশ করে ছবি ও ভিডিও ধারণ করে চাঁদা দাবি করেছেন। এ অভিযোগ প্রসঙ্গে সাংবাদিক লিটন জানান—“এটি সম্পূর্ণ মনগড়া ও ষড়যন্ত্রমূলক সংবাদ। প্রকৃতপক্ষে আমি স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বেকারির অস্বাস্থ্যকর পরিবেশে গিয়ে ছবি ও ভিডিও ধারণ করি। কিন্তু বিষয়টি গণমাধ্যমে প্রচার হবে বুঝতে পেরে বেকারি মালিক উল্টো আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার শুরু করেছেন।”

তিনি আরও বলেন, “সংবাদে বলা হয়েছে আমি নাকি ফোনে যোগাযোগ করেছি এবং টাকা দাবি করেছি—কিন্তু কোনো প্রমাণ নেই। বাস্তবে আমাকে ফোন করে বা আমার সাক্ষাৎকার নিয়েও কেউ কোনো তথ্য সংগ্রহ করেনি। এমনকি স্থানীয় প্রেসক্লাবের সভাপতি এবিএস মামুনকেও ফোন করা হয়নি, অথচ তার নাম ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে।”

লিটন অভিযোগ করে বলেন, “আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে একটি মহল ষড়যন্ত্র করছে। কয়েকদিন আগে ইনকিলাব পত্রিকার প্রতিনিধি শাহ আলম আমাকে লংগদু প্রতিনিধি করার নামে টাকা নেন এবং পরে প্রতারণার মাধ্যমে অন্যকে দায়িত্ব দেন। বিষয়টি প্রকাশ হয়ে গেলে তাকে পদ থেকে বহিষ্কার করা হয়। সেই রেশ ধরেই আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়ানো হচ্ছে।”

তিনি আরও জানান, “আমার নাম ব্যবহার করে কেউ যদি কোনো ধরনের অর্থ লেনদেন করে, তার দায় আমি নেব না। আমি একজন সাংবাদিক হিসেবে জনগণের সমস্যাগুলো তুলে ধরছি—এটাই আমার একমাত্র উদ্দেশ্য।”

মঞ্জুরুল ইসলাম লিটন এসব অভিযোগকে “দূরভিসন্ধিমূলক ও তথ্য-উপাত্তবিহীন” আখ্যা দিয়ে বলেন—“আমি এই মিথ্যা সংবাদ ও ষড়যন্ত্রমূলক অপপ্রচারের তীব্র নিন্দা জানাই। সত্যতা যাচাই না করে এমন সংবাদ প্রচার সাংবাদিকতার নীতির পরিপন্থী।”