ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

রাবিতে শিবির অনুপ্রবেশের অভিযোগ ছাত্রদল নেতার সংবাদ সম্মেলনে জানানো হলো বহিষ্কৃত নেতা মিলনের বিরুদ্ধে মামলা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৬:০৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৪১ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান অভিযোগ করেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বাম ছাত্র সংগঠনগুলোর মধ্যেও শিবির অনুপ্রবেশ করেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

আমানউল্লাহ আমান বলেন, কোনো এলাকায় শিবিরের অল্পসংখ্যক সদস্য থাকলেও তাদের নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিলে হাজারো মানুষ সেখানে মন্তব্য করে। এতে বোঝা যায়, আড়ালে অনেকেই সক্রিয় রয়েছে। তিনি শিবিরকে উদ্দেশ করে বলেন, “আসল জনবল সামনে নিয়ে আসুন, আড়াল থেকে রাজনীতি করবেন না। দেশের শিক্ষার্থীরা এখন আর এ ধরনের রাজনীতি মেনে নেয় না।”

রাবিতে ছাত্রী হলে ছাত্রদলের কমিটি না দেওয়ার বিষয়ে তিনি অভিযোগ করেন, কিছু প্রভোস্ট শিক্ষার্থীদের ইসলামী ছাত্রীসংস্থায় যোগ দিতে চাপ দেন। ফলে অনেকে ছাত্রদলে যোগ দিতে চাইলে-ও ভয়ের কারণে এগিয়ে আসতে পারে না।

এদিকে সম্প্রতি রাবির জুলাই ৩৬ হলে ৯১ ছাত্রীকে রাত ১১টার পর প্রবেশের কারণে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার ঘটনায় বিতর্ক তৈরি হয়। ওই প্রসঙ্গ টেনে ছাত্রদলের শাহ মখ্দুম হল শাখার সহ-সভাপতি আনিসুর রহমান মিলন সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা হলে ছাত্রদল কেন্দ্রীয়ভাবে তার সাংগঠনিক পদ স্থগিত করে তদন্ত কমিটি গঠন করে।

তদন্তে প্রমাণিত হয় যে, মিলন ইচ্ছাকৃতভাবে অশালীন মন্তব্য করেছেন। ফলে তাকে আজীবনের জন্য ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়।

এরপর বৃহস্পতিবার দুপুরে রাবি শাখা ছাত্রদলের পক্ষ থেকে আনিসুর রহমান মিলনের বিরুদ্ধে মতিহার থানায় মামলা দায়ের করা হয়। সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

জনপ্রিয় সংবাদ

রাবিতে শিবির অনুপ্রবেশের অভিযোগ ছাত্রদল নেতার সংবাদ সম্মেলনে জানানো হলো বহিষ্কৃত নেতা মিলনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০৬:০৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান অভিযোগ করেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বাম ছাত্র সংগঠনগুলোর মধ্যেও শিবির অনুপ্রবেশ করেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

আমানউল্লাহ আমান বলেন, কোনো এলাকায় শিবিরের অল্পসংখ্যক সদস্য থাকলেও তাদের নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিলে হাজারো মানুষ সেখানে মন্তব্য করে। এতে বোঝা যায়, আড়ালে অনেকেই সক্রিয় রয়েছে। তিনি শিবিরকে উদ্দেশ করে বলেন, “আসল জনবল সামনে নিয়ে আসুন, আড়াল থেকে রাজনীতি করবেন না। দেশের শিক্ষার্থীরা এখন আর এ ধরনের রাজনীতি মেনে নেয় না।”

রাবিতে ছাত্রী হলে ছাত্রদলের কমিটি না দেওয়ার বিষয়ে তিনি অভিযোগ করেন, কিছু প্রভোস্ট শিক্ষার্থীদের ইসলামী ছাত্রীসংস্থায় যোগ দিতে চাপ দেন। ফলে অনেকে ছাত্রদলে যোগ দিতে চাইলে-ও ভয়ের কারণে এগিয়ে আসতে পারে না।

এদিকে সম্প্রতি রাবির জুলাই ৩৬ হলে ৯১ ছাত্রীকে রাত ১১টার পর প্রবেশের কারণে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার ঘটনায় বিতর্ক তৈরি হয়। ওই প্রসঙ্গ টেনে ছাত্রদলের শাহ মখ্দুম হল শাখার সহ-সভাপতি আনিসুর রহমান মিলন সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা হলে ছাত্রদল কেন্দ্রীয়ভাবে তার সাংগঠনিক পদ স্থগিত করে তদন্ত কমিটি গঠন করে।

তদন্তে প্রমাণিত হয় যে, মিলন ইচ্ছাকৃতভাবে অশালীন মন্তব্য করেছেন। ফলে তাকে আজীবনের জন্য ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়।

এরপর বৃহস্পতিবার দুপুরে রাবি শাখা ছাত্রদলের পক্ষ থেকে আনিসুর রহমান মিলনের বিরুদ্ধে মতিহার থানায় মামলা দায়ের করা হয়। সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হয়।