ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল নয়: এবি পার্টির সাধারণ সম্পাদক ফুয়াদ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:০৮:৪১ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৫২৯ বার পড়া হয়েছে

আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের দল নয় বলে আখ্যায়িত করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি দাবি করেন, দলটি আসলে “ছেঁচড়া, টাউট-বাটপার ও ডাকাতের দল।”

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর পরিবাগের ইনকিলাব কালচারাল সেন্টারে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ফুয়াদ বলেন, দিল্লির আধিপত্যবাদ বিরোধী রাজনীতির ভিত্তি জিয়াউর রহমান স্থাপন করেছিলেন। এখন সময় এসেছে দিল্লিকে বাইরে রেখে দেশপ্রেমিক সব শক্তিকে ঐক্যবদ্ধ করার। তিনি দাবি করেন, আওয়ামী লীগ শেখ মুজিবকে বিক্রি করেছে এবং মুক্তিযুদ্ধের অন্য সব নায়ককে আড়ালে সরিয়ে দিয়েছে।

এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, বিএনপিতে মুক্তিযোদ্ধার সংখ্যা আওয়ামী লীগের তুলনায় অনেক বেশি। তার অভিযোগ, মুক্তিযুদ্ধ না করেও আওয়ামী লীগ এর মালিকানা নেওয়ার চেষ্টা করেছে। সতর্ক না থাকলে ২০২৪ সালের আন্দোলনের মালিকানাও আওয়ামী লীগ ও দিল্লি নিজেদের করে নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

ওয়ান ইলেভেন প্রসঙ্গে ব্যারিস্টার ফুয়াদ বলেন, দেশে নতুন করে ওয়ান ইলেভেনের নাটক মঞ্চস্থ করার চেষ্টা চলছে। এ জন্য নির্দিষ্ট বয়ান তৈরি, গল্প বানানো ও নতুন শত্রু চিহ্নিত করার কাজ চালানো হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল নয়: এবি পার্টির সাধারণ সম্পাদক ফুয়াদ

আপডেট সময় ১২:০৮:৪১ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫

আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের দল নয় বলে আখ্যায়িত করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি দাবি করেন, দলটি আসলে “ছেঁচড়া, টাউট-বাটপার ও ডাকাতের দল।”

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর পরিবাগের ইনকিলাব কালচারাল সেন্টারে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ফুয়াদ বলেন, দিল্লির আধিপত্যবাদ বিরোধী রাজনীতির ভিত্তি জিয়াউর রহমান স্থাপন করেছিলেন। এখন সময় এসেছে দিল্লিকে বাইরে রেখে দেশপ্রেমিক সব শক্তিকে ঐক্যবদ্ধ করার। তিনি দাবি করেন, আওয়ামী লীগ শেখ মুজিবকে বিক্রি করেছে এবং মুক্তিযুদ্ধের অন্য সব নায়ককে আড়ালে সরিয়ে দিয়েছে।

এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, বিএনপিতে মুক্তিযোদ্ধার সংখ্যা আওয়ামী লীগের তুলনায় অনেক বেশি। তার অভিযোগ, মুক্তিযুদ্ধ না করেও আওয়ামী লীগ এর মালিকানা নেওয়ার চেষ্টা করেছে। সতর্ক না থাকলে ২০২৪ সালের আন্দোলনের মালিকানাও আওয়ামী লীগ ও দিল্লি নিজেদের করে নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

ওয়ান ইলেভেন প্রসঙ্গে ব্যারিস্টার ফুয়াদ বলেন, দেশে নতুন করে ওয়ান ইলেভেনের নাটক মঞ্চস্থ করার চেষ্টা চলছে। এ জন্য নির্দিষ্ট বয়ান তৈরি, গল্প বানানো ও নতুন শত্রু চিহ্নিত করার কাজ চালানো হচ্ছে।