চলতি বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ রোববার (৭ সেপ্টেম্বর) রাত থেকে শুরু হয়ে সোমবার (৮ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত চলবে। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশের যেকোনো স্থান থেকেই খালি চোখে এই বিরল জ্যোতির্বৈজ্ঞানিক দৃশ্য দেখা যাবে।
বিজ্ঞানীরা জানাচ্ছেন, পূর্ণগ্রাসের সময় চাঁদ রক্তিম আভায় লাল হয়ে উঠবে। এই দৃশ্যকেই বলা হয় ‘ব্লাড মুন’। পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান করে, তখন পৃথিবীর ছায়া চাঁদকে ঢেকে দেয় এবং ধীরে ধীরে চাঁদ অন্ধকার হয়ে লাল রঙ ধারণ করে।
এবারের চন্দ্রগ্রহণকে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বেশি দৃশ্যমান হিসেবে ধরা হচ্ছে। এশিয়া ও পশ্চিম অস্ট্রেলিয়া থেকে এটি সম্পূর্ণভাবে দেখা যাবে। আংশিকভাবে দৃশ্যমান হবে ইউরোপ, আফ্রিকা, পূর্ব অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড থেকে। ফলে বিশ্বের প্রায় ৮৫ শতাংশ মানুষ এ মহাজাগতিক দৃশ্য উপভোগ করতে পারবেন।
বাংলাদেশ সময় অনুযায়ী গ্রহণ শুরু হবে রাত ৯টা ২৮ মিনিটে। রাত ১১টা ৩০ মিনিট থেকে সোমবার রাত ১২টা ৫২ মিনিট পর্যন্ত থাকবে পূর্ণগ্রাস অবস্থা। ভোর রাত ২টা ৫৫ মিনিটের পর চাঁদ পৃথিবীর ছায়া থেকে পুরোপুরি বেরিয়ে আসবে।
বিজ্ঞানীরা জানিয়েছেন, ব্লাড মুন দেখার জন্য কোনো বিশেষ সুরক্ষা চশমা বা সরঞ্জাম প্রয়োজন নেই। খালি চোখেই এটি নিরাপদে দেখা যাবে। তবে বাইনোকুলার বা টেলিস্কোপ ব্যবহার করলে চাঁদের গর্ত ও রক্তিম আভার নানা স্তর আরও স্পষ্টভাবে দেখা যাবে।