আজ (রোববার, ৭ সেপ্টেম্বর) রাতের আকাশে একটি অসাধারণ দৃশ্য উপভোগের সুযোগ আছে—পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। রাত ১১টা ৩০ মিনিটে চাঁদ পুরোপুরি লাল বা রক্তিম রঙ ধারণ করবে। এরপর এটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে রাত ১২টা ১১ মিনিটে এবং সম্পূর্ণ গ্রহণ শেষ হবে রাত ২টা ৫৫ মিনিটে।
যদি আকাশ মেঘমুক্ত থাকে, তাহলে এই রক্তিম চাঁদ খালি চোখেই দেখা সম্ভব। মহাকাশ বিষয়ক ওয়েবসাইট স্পেস.কম জানিয়েছে, এই চন্দ্রগ্রহণ খালি চোখে দেখা একেবারেই নিরাপদ। কোনো ফিল্টার বা বিশেষ চশমার প্রয়োজন নেই।
চন্দ্রগ্রহণ দেখতে চাইলে সঠিক সময়ে এবং সঠিক জায়গায় বসা বা দাঁড়ানো জরুরি, যাতে পুরো দৃশ্যটি দেখা যায়।
এশিয়া, অস্ট্রেলিয়া ও আফ্রিকার বিভিন্ন অঞ্চলে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। স্পেস.কম জানায়, এই অঞ্চলেও যদি কেউ চন্দ্রগ্রহণ দেখতে না পারেন, তাহলে সেটি শুধু তাদের সৌভাগ্যের বিষয়।
সূত্র: স্পেস.কম
																			
										
























