ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মুশফিকুর রহিমের ভাতিজার মরদেহ উদ্ধার

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৩:০৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৫৫ বার পড়া হয়েছে

কক্সবাজারের সমিতি পাড়া সাগরে গোসলে নিখোঁজ হওয়া আহনাফের মরদেহ উদ্ধার করা হয়েছে।সোমবার (৮ সেপ্টেম্বর) ভোরে স্থানীয়দের খবর পেয়ে সি-সেইফ লাইফগার্ডের সদস্যরা আহনাফের পরিবারকে সঙ্গে নিয়ে মরদেহ শনাক্ত করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। সি-সেইফ লাইফগার্ডের মাঠ কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, নিহত আহনাফ জাতীয় ক্রিকেট দলের তারকা মুশফিকুর রহিমের বড় ভাইয়ের শ্যালিকার ছেলে। তিনি গতকাল বগুড়া থেকে বন্ধুদের সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসে দুপুর আড়াইটার দিকে সৈকতের লাবণী পয়েন্টে গোসলে নামেন। ঘটনার সময় ঢেউয়ের তোড়ে ভেসে যেতে দেখা যায় আহনাফকে এবং লাইফগার্ড সদস্যরা তার দুই বন্ধুকে উদ্ধার করেন। তবে গভীরে স্রোতের কারণে আহনাফকে খুঁজে পাওয়া যায়নি। এর আগে, গত ৮ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী অরিত্র হাসান (২২) একইভাবে সৈকতে নিখোঁজ হয়েছিলেন। দুই মাস পেরিয়ে গেলেও তাকে এখনও পাওয়া যায়নি। সি-সেইফ লাইফগার্ডের তথ্য অনুযায়ী, গত এক বছরে সমুদ্রে গোসলে নেমে ১২ জন পর্যটক প্রাণ হারিয়েছেন। একই সময়ে ৮০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

 

জনপ্রিয় সংবাদ

মুশফিকুর রহিমের ভাতিজার মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৩:০৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

কক্সবাজারের সমিতি পাড়া সাগরে গোসলে নিখোঁজ হওয়া আহনাফের মরদেহ উদ্ধার করা হয়েছে।সোমবার (৮ সেপ্টেম্বর) ভোরে স্থানীয়দের খবর পেয়ে সি-সেইফ লাইফগার্ডের সদস্যরা আহনাফের পরিবারকে সঙ্গে নিয়ে মরদেহ শনাক্ত করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। সি-সেইফ লাইফগার্ডের মাঠ কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, নিহত আহনাফ জাতীয় ক্রিকেট দলের তারকা মুশফিকুর রহিমের বড় ভাইয়ের শ্যালিকার ছেলে। তিনি গতকাল বগুড়া থেকে বন্ধুদের সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসে দুপুর আড়াইটার দিকে সৈকতের লাবণী পয়েন্টে গোসলে নামেন। ঘটনার সময় ঢেউয়ের তোড়ে ভেসে যেতে দেখা যায় আহনাফকে এবং লাইফগার্ড সদস্যরা তার দুই বন্ধুকে উদ্ধার করেন। তবে গভীরে স্রোতের কারণে আহনাফকে খুঁজে পাওয়া যায়নি। এর আগে, গত ৮ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী অরিত্র হাসান (২২) একইভাবে সৈকতে নিখোঁজ হয়েছিলেন। দুই মাস পেরিয়ে গেলেও তাকে এখনও পাওয়া যায়নি। সি-সেইফ লাইফগার্ডের তথ্য অনুযায়ী, গত এক বছরে সমুদ্রে গোসলে নেমে ১২ জন পর্যটক প্রাণ হারিয়েছেন। একই সময়ে ৮০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।