ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ডাকসু নির্বাচনে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য প্রথমবার ব্রেইল ব্যালট

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:৪৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৩৭ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিতে এবারই প্রথমবার ব্রেইল পদ্ধতিতে ব্যালট ব্যবহার করা হচ্ছে। নির্বাচন কমিশনের হাতে থাকা তালিকা অনুযায়ী সাতটি হলের ৩০ জন শিক্ষার্থী এই সুযোগ পাবেন।

এই ৩০ জন ভোটারের জন্য বিশেষভাবে তৈরি করা হচ্ছে ৩০ পাতার ব্রেইল ব্যালট বুকলেট, যেখানে প্রতিটি পদের নাম ও অবস্থান আলাদা করে উল্লেখ থাকবে। ভোটাররা শুরুতেই একটি সূচিপত্র পাবেন, যাতে কোন পাতায় কোন পদের তালিকা আছে—সেটি সহজে খুঁজে পাওয়া যাবে। হল সংসদের ব্যালট হবে তিন থেকে চার পাতার।

যেসব শিক্ষার্থী ব্রেইল পড়তে পারেন না, তারা আগের নিয়ম অনুযায়ী একজন শিক্ষার্থীর সাহায্যে বা পোলিং কর্মকর্তার সহায়তায় ভোট দিতে পারবেন। ব্রেইল ব্যালট ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক শারমীন কবীর।

আগামী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার ডাকসুর ২৮টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪৭১ জন, আর ১৮টি হল সংসদে মোট ২৩৪টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ১ হাজার ৩৫ জন। ফলে ভোটারদের ৪১টি ভোট দিতে হবে।

অন্যবারের তুলনায় এবারের নির্বাচনে ব্যালটের আকার বেড়েছে। ডাকসুর ব্যালট হবে পাঁচ পৃষ্ঠার, আর হল সংসদের ব্যালট থাকবে এক পৃষ্ঠার। ভোট গ্রহণ করা হবে অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) শিটে।

সংক্ষেপে বলা যায়, এবারই প্রথমবারের মতো ব্রেইল ব্যালটের সংযোজন ডাকসু নির্বাচনে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত করার ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দিল।

জনপ্রিয় সংবাদ

ডাকসু নির্বাচনে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য প্রথমবার ব্রেইল ব্যালট

আপডেট সময় ০৮:৪৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিতে এবারই প্রথমবার ব্রেইল পদ্ধতিতে ব্যালট ব্যবহার করা হচ্ছে। নির্বাচন কমিশনের হাতে থাকা তালিকা অনুযায়ী সাতটি হলের ৩০ জন শিক্ষার্থী এই সুযোগ পাবেন।

এই ৩০ জন ভোটারের জন্য বিশেষভাবে তৈরি করা হচ্ছে ৩০ পাতার ব্রেইল ব্যালট বুকলেট, যেখানে প্রতিটি পদের নাম ও অবস্থান আলাদা করে উল্লেখ থাকবে। ভোটাররা শুরুতেই একটি সূচিপত্র পাবেন, যাতে কোন পাতায় কোন পদের তালিকা আছে—সেটি সহজে খুঁজে পাওয়া যাবে। হল সংসদের ব্যালট হবে তিন থেকে চার পাতার।

যেসব শিক্ষার্থী ব্রেইল পড়তে পারেন না, তারা আগের নিয়ম অনুযায়ী একজন শিক্ষার্থীর সাহায্যে বা পোলিং কর্মকর্তার সহায়তায় ভোট দিতে পারবেন। ব্রেইল ব্যালট ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক শারমীন কবীর।

আগামী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার ডাকসুর ২৮টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪৭১ জন, আর ১৮টি হল সংসদে মোট ২৩৪টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ১ হাজার ৩৫ জন। ফলে ভোটারদের ৪১টি ভোট দিতে হবে।

অন্যবারের তুলনায় এবারের নির্বাচনে ব্যালটের আকার বেড়েছে। ডাকসুর ব্যালট হবে পাঁচ পৃষ্ঠার, আর হল সংসদের ব্যালট থাকবে এক পৃষ্ঠার। ভোট গ্রহণ করা হবে অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) শিটে।

সংক্ষেপে বলা যায়, এবারই প্রথমবারের মতো ব্রেইল ব্যালটের সংযোজন ডাকসু নির্বাচনে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত করার ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দিল।