ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ডাকসু নির্বাচন জাতীয় ভোটের প্রতিফলন নয়: মান্না

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৬:৪৯:০৬ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • ৫১৬ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে জাতীয় রাজনীতির প্রতিফলন নয় বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ডাকসুতে বিজয়ী হলেও তা জাতীয় রাজনীতিতে সরাসরি প্রভাব ফেলে না। নিজের অভিজ্ঞতার উদাহরণ টেনে মান্না বলেন, “আমি দু’বার ডাকসুর ভিপি হয়েছিলাম, খুব জনপ্রিয়ও ছিলাম, কিন্তু আমার রাজনৈতিক দল ক্ষমতায় যায়নি।”

বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণতন্ত্র মঞ্চ আয়োজিত ‘বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ: সংস্কার বাস্তবায়নের পথরেখা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মান্না আরও বলেন, রাজনীতি সহজ নয়, এটি কঠিন সংগ্রাম ও বুদ্ধিবৃত্তির লড়াই। জামায়াত-শিবিরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আগে যারা মাথা তুলতে সাহস পেত না, তারাই এখন সংগঠিত হয়ে দাঁড়াচ্ছে এবং বড় শক্তিগুলোকেও চ্যালেঞ্জ জানাচ্ছে।

নেপালের উদাহরণ টেনে তিনি জানান, বিশ্বজুড়ে তরুণ প্রজন্ম পরিবর্তনের ডাক দিচ্ছে। গেস্টরুম কালচার, চাঁদাবাজি, দখলদারিত্ব ও প্রোটোকলভিত্তিক ছাত্ররাজনীতিতে শিক্ষার্থীরা ক্ষুব্ধ। তারা নতুন কিছুর প্রত্যাশা করছে।

আলোচনা সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ডাকসু নির্বাচন পুরো দেশের প্রতিফলন নয়। তিনি বলেন, “এখানে ৪০ হাজার ভোটার, এটি দেশের ১২ কোটি ভোটারের তুলনায় অতি সামান্য। তাই এই ফল নিয়ে বিচলিত হওয়ার কারণ নেই।”

সভায় আরও উপস্থিত ছিলেন ভাষানী জনশক্তি পার্টির আবদুল কাদির, জেএসডির শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সৈয়দ হাসিবউদ্দীন হোসেন, গণসংহতি আন্দোলনের আবুল হাসান রুবেলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

জনপ্রিয় সংবাদ

ডাকসু নির্বাচনে শিবিরের জয়ে অভিনন্দন জানিয়ে পোস্ট, পরে সরাল পাকিস্তান জামায়াত

ডাকসু নির্বাচন জাতীয় ভোটের প্রতিফলন নয়: মান্না

আপডেট সময় ০৬:৪৯:০৬ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে জাতীয় রাজনীতির প্রতিফলন নয় বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ডাকসুতে বিজয়ী হলেও তা জাতীয় রাজনীতিতে সরাসরি প্রভাব ফেলে না। নিজের অভিজ্ঞতার উদাহরণ টেনে মান্না বলেন, “আমি দু’বার ডাকসুর ভিপি হয়েছিলাম, খুব জনপ্রিয়ও ছিলাম, কিন্তু আমার রাজনৈতিক দল ক্ষমতায় যায়নি।”

বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণতন্ত্র মঞ্চ আয়োজিত ‘বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ: সংস্কার বাস্তবায়নের পথরেখা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মান্না আরও বলেন, রাজনীতি সহজ নয়, এটি কঠিন সংগ্রাম ও বুদ্ধিবৃত্তির লড়াই। জামায়াত-শিবিরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আগে যারা মাথা তুলতে সাহস পেত না, তারাই এখন সংগঠিত হয়ে দাঁড়াচ্ছে এবং বড় শক্তিগুলোকেও চ্যালেঞ্জ জানাচ্ছে।

নেপালের উদাহরণ টেনে তিনি জানান, বিশ্বজুড়ে তরুণ প্রজন্ম পরিবর্তনের ডাক দিচ্ছে। গেস্টরুম কালচার, চাঁদাবাজি, দখলদারিত্ব ও প্রোটোকলভিত্তিক ছাত্ররাজনীতিতে শিক্ষার্থীরা ক্ষুব্ধ। তারা নতুন কিছুর প্রত্যাশা করছে।

আলোচনা সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ডাকসু নির্বাচন পুরো দেশের প্রতিফলন নয়। তিনি বলেন, “এখানে ৪০ হাজার ভোটার, এটি দেশের ১২ কোটি ভোটারের তুলনায় অতি সামান্য। তাই এই ফল নিয়ে বিচলিত হওয়ার কারণ নেই।”

সভায় আরও উপস্থিত ছিলেন ভাষানী জনশক্তি পার্টির আবদুল কাদির, জেএসডির শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সৈয়দ হাসিবউদ্দীন হোসেন, গণসংহতি আন্দোলনের আবুল হাসান রুবেলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।