ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সংখ্যানুপাতিক নির্বাচন দাবি ইসলামী আন্দোলনের, ডাকসুতে ইসলামপন্থিদের উত্থানের কথা বললেন ফয়জুল করিম

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৭:৩৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • ৫১৪ বার পড়া হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, বাংলাদেশের জন্য সবচেয়ে নিরাপদ নির্বাচন ব্যবস্থা হলো সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি। এই ব্যবস্থায় ফ্যাসিস্ট শক্তির উত্থান ঘটবে না, পেশীশক্তির ব্যবহার কমে যাবে, ভোটকেন্দ্র দখল কিংবা কালো টাকার প্রভাব থাকবে না। ফলে সব আদর্শের মানুষই সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পাবে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আয়োজিত নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানটির আয়োজন করে ইসলামী ছাত্র আন্দোলন ইবি শাখা।

ফয়জুল করিম আরও বলেন, বর্তমান প্রশাসনের কাঠামো কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন দিতে সক্ষম নয়। প্রশাসনকে ঢেলে সাজানো না হলে আসন্ন নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। পাশাপাশি তিনি জানান, ইসলামি দলগুলো ঐক্যবদ্ধভাবে নির্বাচনের চিন্তা করছে।

ডাকসু নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওই নির্বাচনের মাধ্যমে বাম ও ভারতপন্থিদের “চিরতরে কবর রচিত হয়েছে” এবং ইসলামপন্থিদের বিজয় নিশ্চিত হয়েছে। তার দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন মুসলমানদের প্রভাব খাটাতে দেওয়া হয়নি, কিন্তু এবারের নির্বাচনে ইসলামপন্থিদের উত্থান ঘটেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন ইবি শাখার সভাপতি ইসমাইল হোসেন রাহাত। সঞ্চালনায় ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন। প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমদ মনসুর।

জনপ্রিয় সংবাদ

সংখ্যানুপাতিক নির্বাচন দাবি ইসলামী আন্দোলনের, ডাকসুতে ইসলামপন্থিদের উত্থানের কথা বললেন ফয়জুল করিম

আপডেট সময় ০৭:৩৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, বাংলাদেশের জন্য সবচেয়ে নিরাপদ নির্বাচন ব্যবস্থা হলো সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি। এই ব্যবস্থায় ফ্যাসিস্ট শক্তির উত্থান ঘটবে না, পেশীশক্তির ব্যবহার কমে যাবে, ভোটকেন্দ্র দখল কিংবা কালো টাকার প্রভাব থাকবে না। ফলে সব আদর্শের মানুষই সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পাবে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আয়োজিত নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানটির আয়োজন করে ইসলামী ছাত্র আন্দোলন ইবি শাখা।

ফয়জুল করিম আরও বলেন, বর্তমান প্রশাসনের কাঠামো কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন দিতে সক্ষম নয়। প্রশাসনকে ঢেলে সাজানো না হলে আসন্ন নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। পাশাপাশি তিনি জানান, ইসলামি দলগুলো ঐক্যবদ্ধভাবে নির্বাচনের চিন্তা করছে।

ডাকসু নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওই নির্বাচনের মাধ্যমে বাম ও ভারতপন্থিদের “চিরতরে কবর রচিত হয়েছে” এবং ইসলামপন্থিদের বিজয় নিশ্চিত হয়েছে। তার দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন মুসলমানদের প্রভাব খাটাতে দেওয়া হয়নি, কিন্তু এবারের নির্বাচনে ইসলামপন্থিদের উত্থান ঘটেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন ইবি শাখার সভাপতি ইসমাইল হোসেন রাহাত। সঞ্চালনায় ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন। প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমদ মনসুর।