রাজধানীর দারুস সালাম এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে টেকনিক্যাল মোড়ে ঝটিকা মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন— নাটোরের যুবলীগ সদস্য আল আমিন (৩২), আওয়ামী লীগের সদস্য আক্কাস মিয়া (৫২), চাঁদপুরের সোহাগ মাঝি (৩৮), নেছার মিয়া (৪৮), ইউসুফ আলী (৪৮), ফারুক হোসেন (৪৭), মকবুল মৃধা (৫৪), মানিক মিয়া (৩৮), শাহীন (৫০), নাঈম (২৫), এমদাদুল হক (৩৭) ও আব্দুল আলীম (২২)।
ডিএমপির মুখপাত্র ও মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, পুলিশের টহল দল স্থানীয়দের সহায়তায় দ্রুত অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় বাকিরা সটকে পড়ে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
																			
										





















