ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

“চাঁদা না দেয়ায় বিএনপি সবকিছু দখল করেছে: ইসলামী আন্দোলনের ফয়জুল করীম”

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:২০:০২ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • ৫১৮ বার পড়া হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম অভিযোগ করেছেন, চাঁদা না দেয়ার জন্য বিএনপি সবকিছু দখল করেছে। শুক্রবার দলের আয়োজিত সমাবেশে তিনি বলেন, “ভেবেছিলাম ফ্যাসিবাদ দূর হলে শান্তি পাবো, মুক্তি পাবো। কিন্তু কি পেলাম? চাঁদাবাজি, সন্ত্রাসী, ধর্ষণকারী। চাঁদা না দেয়ায় সবকিছু দখল করেছে বিএনপি। এসব শুনলে তারা আমাদের বিরুদ্ধে কথা বলে। তাদের বিরুদ্ধেও গজব অপেক্ষায় আছে।”

ফয়জুল করীম আরও বলেন, “বিএনপি ভেবেছে ক্ষমতায় চলে গেছে, কিন্তু ‘দিল্লি এখনো বহুদূর’। এ দেশের মানুষ কোনো চাঁদাবাজ, ধর্ষণকারী, জুলুমবাজদের ভোট দেবে না। চাঁদাবাজরা ক্ষমতায় এলে ব্যবসায়ী, দোকানদার, গৃহস্থ কেউই স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না।” তিনি পিআর পদ্ধতিতে নির্বাচন দেওয়ার তাগিদও দেন।

সমাবেশে দলের বিভিন্ন পর্যায়ের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভার শেষে একটি মিছিল নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আলোচিত দাবির মধ্যে ছিল প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, ফ্যাসিবাদের দৃশ্যমান বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি এবং পিআর পদ্ধতিতে নির্বাচন।

জনপ্রিয় সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, উপাচার্যসহ আহত ১৩

“চাঁদা না দেয়ায় বিএনপি সবকিছু দখল করেছে: ইসলামী আন্দোলনের ফয়জুল করীম”

আপডেট সময় ০৮:২০:০২ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম অভিযোগ করেছেন, চাঁদা না দেয়ার জন্য বিএনপি সবকিছু দখল করেছে। শুক্রবার দলের আয়োজিত সমাবেশে তিনি বলেন, “ভেবেছিলাম ফ্যাসিবাদ দূর হলে শান্তি পাবো, মুক্তি পাবো। কিন্তু কি পেলাম? চাঁদাবাজি, সন্ত্রাসী, ধর্ষণকারী। চাঁদা না দেয়ায় সবকিছু দখল করেছে বিএনপি। এসব শুনলে তারা আমাদের বিরুদ্ধে কথা বলে। তাদের বিরুদ্ধেও গজব অপেক্ষায় আছে।”

ফয়জুল করীম আরও বলেন, “বিএনপি ভেবেছে ক্ষমতায় চলে গেছে, কিন্তু ‘দিল্লি এখনো বহুদূর’। এ দেশের মানুষ কোনো চাঁদাবাজ, ধর্ষণকারী, জুলুমবাজদের ভোট দেবে না। চাঁদাবাজরা ক্ষমতায় এলে ব্যবসায়ী, দোকানদার, গৃহস্থ কেউই স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না।” তিনি পিআর পদ্ধতিতে নির্বাচন দেওয়ার তাগিদও দেন।

সমাবেশে দলের বিভিন্ন পর্যায়ের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভার শেষে একটি মিছিল নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আলোচিত দাবির মধ্যে ছিল প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, ফ্যাসিবাদের দৃশ্যমান বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি এবং পিআর পদ্ধতিতে নির্বাচন।