ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নেপালের অন্তর্বর্তী সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০২:১৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৬৮ বার পড়া হয়েছে

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নেপালের নবগঠিত অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি নেপালের নতুন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন জানান এবং তার সরকারের সাফল্য কামনা করেন।ড. ইউনূস তার বার্তায় আশা প্রকাশ করেন যে, নতুন সরকারের নেতৃত্বে নেপালে শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হবে। তিনি দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনে আরও গভীর ও সৌহার্দ্যপূর্ণ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। দক্ষিণ এশীয় অঞ্চলের শান্তি ও সমৃদ্ধির জন্য বাংলাদেশ ও নেপাল একযোগে কাজ করে যাবে বলে তিনি উল্লেখ করেন। উল্লেখ্য, রাজনৈতিক অস্থিরতার পর সম্প্রতি নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। শুক্রবার (১২ই সেপ্টেম্বর) তিনি নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তার নেতৃত্বাধীন এই অন্তর্বর্তী সরকার আগামী ছয় মাসের মধ্যে দেশটিতে নতুন নির্বাচন আয়োজনের ম্যান্ডেট পেয়েছে।

জনপ্রিয় সংবাদ

প্রস্তুত তারেক রহমানের বাসভবন ও অফিস

নেপালের অন্তর্বর্তী সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

আপডেট সময় ০২:১৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নেপালের নবগঠিত অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি নেপালের নতুন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন জানান এবং তার সরকারের সাফল্য কামনা করেন।ড. ইউনূস তার বার্তায় আশা প্রকাশ করেন যে, নতুন সরকারের নেতৃত্বে নেপালে শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হবে। তিনি দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনে আরও গভীর ও সৌহার্দ্যপূর্ণ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। দক্ষিণ এশীয় অঞ্চলের শান্তি ও সমৃদ্ধির জন্য বাংলাদেশ ও নেপাল একযোগে কাজ করে যাবে বলে তিনি উল্লেখ করেন। উল্লেখ্য, রাজনৈতিক অস্থিরতার পর সম্প্রতি নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। শুক্রবার (১২ই সেপ্টেম্বর) তিনি নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তার নেতৃত্বাধীন এই অন্তর্বর্তী সরকার আগামী ছয় মাসের মধ্যে দেশটিতে নতুন নির্বাচন আয়োজনের ম্যান্ডেট পেয়েছে।