ডাকসুতে বিজয়ী শিবির প্যানেল তাদের নির্বাচনী প্রতিশ্রুতি আগামী পাঁচ মাসের মধ্যে বাস্তবায়ন করবে বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেছেন, প্রতিশ্রুতি পূরণ শেষে পরবর্তী সাত মাসে শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত কাজ করার পরিকল্পনা রয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন তিনি।
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, “শিক্ষার্থীদের কল্যাণে আমরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি, তা নির্ধারিত সময়ে বাস্তবায়িত হবে। এরপর অতিরিক্ত সাত মাস শিক্ষার্থীদের জন্য নতুন নতুন উদ্যোগ নেওয়া হবে।” তিনি আরও উল্লেখ করেন, ডাকসু শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম, তাই এখানে দলীয় স্বার্থ নয়, শিক্ষার্থীদের স্বার্থই প্রধান বিবেচনায় রাখা হবে।
অনুষ্ঠানে শিবির নেতারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ডাকসুর কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে ক্যাম্পাসকে একটি নিরাপদ, শিক্ষাবান্ধব ও গণতান্ত্রিক পরিবেশে গড়ে তোলা হবে। তারা ডাকসুর কার্যক্রমকে শিক্ষার্থীদের প্রত্যাশার প্রতিফলন হিসেবে প্রতিষ্ঠা করার অঙ্গীকারও ব্যক্ত করেন।