বগুড়ার নন্দীগ্রামে পারিবারিক কলহের জেরে আতিয়া (৩০) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার ৪নং থালতামাঝগ্রাম ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামের আলী আকবরের স্ত্রী।১৪ই সেপ্টেম্বর (রবিবার) সকাল ১০টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু হয়। গত শনিবার বিকেল ৩টায় দাড়িয়াপুর গ্রামে নিজ বাড়িতে পারিবারিক কলহের জেরে পরিবারের লোকজনের অগোচরে বিষপান করেন ওই গৃহবধূ। বিষপানের বিষয়টি পরিবারের লোকজন টের পেয়ে দ্রুত বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
এ রিপোর্ট লেখা পর্যন্ত গৃহবধূর লাশ ময়না তদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নন্দীগ্রাম থানার ওসি (ভারপ্রাপ্ত) এসআই মোঃ সাইফুল ইসলাম।
 
																			 
										 ডেস্ক রিপোর্টঃ
																ডেস্ক রিপোর্টঃ								 


















