ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ঢাবির পাঁচ ভবনে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করল ছাত্রশিবির

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:৪৬:১৬ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৪৫ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি একাডেমিক ভবনে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখা। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ উদ্যোগের ঘোষণা দেন সংগঠনটির নেতারা।

ঢাবি শাখার সভাপতি এস এম ফরহাদ বলেন, শিক্ষার্থীদের প্রয়োজনকে সর্বাধিক গুরুত্ব দিয়েই এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনেক আগে থেকেই মেশিনগুলো প্রস্তুত ছিল, তবে ডাকসুর আচরণবিধি ভঙ্গের আশঙ্কায় এতদিন তা স্থাপন করা হয়নি।

সংগঠনের সেক্রেটারি মো. মহিউদ্দীন খান জানান, ছাত্রশিবির শিক্ষার্থীবান্ধব রাজনীতি করতে চায়। এরই ধারাবাহিকতায় আগেও প্রতিটি হলে ঠান্ডা পানির ফিল্টার স্থাপন করা হয়েছিল। এবারও শিক্ষার্থীদের স্বার্থেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

ঢাবি ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক কাজী আশিক বলেন, “আমরা সীমিত সক্ষমতা নিয়েও শিক্ষার্থীদের পাশে থাকতে চাই। এই ভেন্ডিং মেশিন তারই অংশ। ভবিষ্যতেও শিক্ষার্থীদের অধিকার রক্ষায় পাশে থাকব।”

বিশ্ববিদ্যালয়ের যেসব ভবনে মেশিনগুলো বসানো হয়েছে সেগুলো হলো—কার্জন হল, মোকাররম ভবন, কেন্দ্রীয় গ্রন্থাগার, ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ও বিজনেস ফ্যাকাল্টি (এফবিএস)।

জনপ্রিয় সংবাদ

ইসলামী আন্দোলন: পিআর পদ্ধতির নির্বাচন না হলে রাজপথে নামতে হবে

ঢাবির পাঁচ ভবনে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করল ছাত্রশিবির

আপডেট সময় ০৮:৪৬:১৬ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি একাডেমিক ভবনে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখা। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ উদ্যোগের ঘোষণা দেন সংগঠনটির নেতারা।

ঢাবি শাখার সভাপতি এস এম ফরহাদ বলেন, শিক্ষার্থীদের প্রয়োজনকে সর্বাধিক গুরুত্ব দিয়েই এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনেক আগে থেকেই মেশিনগুলো প্রস্তুত ছিল, তবে ডাকসুর আচরণবিধি ভঙ্গের আশঙ্কায় এতদিন তা স্থাপন করা হয়নি।

সংগঠনের সেক্রেটারি মো. মহিউদ্দীন খান জানান, ছাত্রশিবির শিক্ষার্থীবান্ধব রাজনীতি করতে চায়। এরই ধারাবাহিকতায় আগেও প্রতিটি হলে ঠান্ডা পানির ফিল্টার স্থাপন করা হয়েছিল। এবারও শিক্ষার্থীদের স্বার্থেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

ঢাবি ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক কাজী আশিক বলেন, “আমরা সীমিত সক্ষমতা নিয়েও শিক্ষার্থীদের পাশে থাকতে চাই। এই ভেন্ডিং মেশিন তারই অংশ। ভবিষ্যতেও শিক্ষার্থীদের অধিকার রক্ষায় পাশে থাকব।”

বিশ্ববিদ্যালয়ের যেসব ভবনে মেশিনগুলো বসানো হয়েছে সেগুলো হলো—কার্জন হল, মোকাররম ভবন, কেন্দ্রীয় গ্রন্থাগার, ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ও বিজনেস ফ্যাকাল্টি (এফবিএস)।