বিএনপির মানবাধিকার বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া বলেছেন, বাংলাদেশের মাটিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বীজ বপন করেছিলেন, তা আজ বটবৃক্ষে পরিণত হয়েছে। তিনি বলেন, “আমাদেরকে দেশ ছাড়ার হুমকি দেওয়া হচ্ছে — কে এই সাহস দেখিয়েছে? আমরা কি রোহিঙ্গা?”
রোববার বিকেলে ভোলাহাট কলেজ মোড়ে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে দলীয় মনোনয়ন পেয়ে ভোলাহাট উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশগ্রহণের কথা জানান।
পাপিয়া বলেন, আমরা মুক্তিযুদ্ধ করেছি, স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি এবং ১৫ বছর ধরে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছি। সেই আন্দোলনের পথ ধরেই নেত্রী খালেদা জিয়া কারাবাস ভোগ করেছেন, হত্যার চেষ্টা হয়েছে, হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে এবং অনেকে প্রাণ হারিয়েছেন।
তিনি এনসিপি ও জামায়াতকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “অবশ্যই আওয়ামী লীগের বিরুদ্ধে পার্লামেন্ট থেকে রাজপথ পর্যন্ত সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিএনপি। আজ বিএনপিকে ভারত পাঠানোর হুমকি দেওয়া হচ্ছে — এসব বললে নিজেদের কবর নিজেরাই খুঁড়বেন।”
ড. ইউনুস ও সদ্য গঠিত নব্য দলকে উদ্দেশ্য করে পাপিয়া বলেন, ১১ মাস বয়সী একটি রাজনৈতিক দল (উল্লেখ্য — এনসিপি) দেশের রাজনীতিতে নিয়ন্ত্রণের চেষ্টা করবেন না। তিনি বলেন, “আমাদের লাগাম এই মাটির রক্তের সঙ্গে মিশে আছে — আপনাদের মন্তব্য প্রত্যাহার করুন যে বিএনপি আওয়ামী লীগের পথে যাবে। ভারতের হাসিনার পথ দেখাবেন না — সেই পথে আপনারা যাবেন, আমরা নয়।”