ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

গণ অধিকার পরিষদের মিছিলে হামলা: জিএম কাদেরসহ জাতীয় পার্টির শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:১৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৫১১ বার পড়া হয়েছে

রাজধানীতে গণ অধিকার পরিষদের মিছিলে হামলার ঘটনায় জাতীয় পার্টির শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রমনা মডেল থানায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সম্রাট মাঝি বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে প্রধান আসামি করা হয়েছে। পাশাপাশি দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ও প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলনসহ মোট ১৮ জনকে মূল আসামি এবং শতাধিক অজ্ঞাতনামা নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

গত ২৯ আগস্ট বিজয়নগর এলাকায় জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ একাধিক নেতাকর্মী আহত হন। দীর্ঘ ১৮ দিন ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সোমবার (১৫ সেপ্টেম্বর) তিনি হাসপাতাল থেকে ছাড়া পান।

পুলিশ জানিয়েছে, মামলাটি তদন্তের জন্য গ্রহণ করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জনপ্রিয় সংবাদ

গণ অধিকার পরিষদের মিছিলে হামলা: জিএম কাদেরসহ জাতীয় পার্টির শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০৮:১৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

রাজধানীতে গণ অধিকার পরিষদের মিছিলে হামলার ঘটনায় জাতীয় পার্টির শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রমনা মডেল থানায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সম্রাট মাঝি বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে প্রধান আসামি করা হয়েছে। পাশাপাশি দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ও প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলনসহ মোট ১৮ জনকে মূল আসামি এবং শতাধিক অজ্ঞাতনামা নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

গত ২৯ আগস্ট বিজয়নগর এলাকায় জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ একাধিক নেতাকর্মী আহত হন। দীর্ঘ ১৮ দিন ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সোমবার (১৫ সেপ্টেম্বর) তিনি হাসপাতাল থেকে ছাড়া পান।

পুলিশ জানিয়েছে, মামলাটি তদন্তের জন্য গ্রহণ করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।