বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদলকর্মী সানজিদ সরকার (স্মরণ) এর বিরুদ্ধে একই বিভাগের নবীন নারী শিক্ষার্থীকে ক্লাসের কথা বলে ডেকে এনে র্যাগিং ও মানসিক হয়রানির অভিযোগ উঠেছে। অভিযোগকারী শিক্ষার্থী জানান, তাকে বিশ্ববিদ্যালয় মাঠে দুই ঘণ্টা আটকে রেখে ফোন কেড়ে নেওয়া হয় এবং মানসিক হয়রানি করা হয়।
গত ১০ সেপ্টেম্বর ওই শিক্ষার্থী বিভাগীয় প্রধানের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেছেন, ২৪ থেকে ২৬ আগস্ট মিথ্যা কথা বলে ক্লাস না থাকা সত্ত্বেও তাকে ক্লাসে ডেকে এনে সিআর ও অন্যান্য শিক্ষার্থীর সামনে ব্যক্তিগত বিষয় নিয়ে অপমান করা হয়। এছাড়াও তাকে বিশ্ববিদ্যালয় মাঠে আটকে রাখা হয় এবং ফোন কেড়ে নেওয়া হয়। অভিযুক্তরা তাকে সরাসরি হুমকি দেয়, প্রক্টর বা অন্য শেল্টার থাকলে তার কাছে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়।
অভিযোগের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করা হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থী বলেছেন, নিরাপত্তা ও মানসিক সুস্থতা নিশ্চিত না হলে তিনি বাধ্য হয়ে ক্যাম্পাস ছাড়তে হবে।
অভিযুক্ত সানজিদ সরকার (স্মরণ) অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ওটা মিথ্যা অভিযোগ। আমি তাকে শুধু সতর্ক করার জন্য ডেকেছিলাম। ক্যাম্পাসে তার আচরণ নিয়ে সমস্যা ছিল।’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব রাশেদ মন্ডল বলেন, ‘যদি অভিযোগ সত্য হয়, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। ছাত্রদল কখনো এমন আচরণ সমর্থন করে না।’
লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান মুজাহিদুল ইসলাম বলেন, ‘অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে। বিষয়টি একাডেমিক কাউন্সিলে নেওয়া হবে, সমাধান না হলে শৃঙ্খলা বোর্ডে পাঠানো হবে।’