ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

চাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাগছাস নেতা খান তালাত মাহমুদ রাফি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:২০:০০ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৫২৪ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি। বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে নিজের ভ্যারিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

এর আগে বাগছাসের চবি শাখার সদস্য সচিব আল মাসনূনও চাকসু নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দেন। সংগঠনটির পক্ষ থেকেও নির্বাচনে অংশ না নেওয়ার কথা জানানো হয়েছিল, যদিও নেতাকর্মীদের কয়েকজন ব্যক্তিগতভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ কারণে রাফির প্রার্থিতা নিয়ে চাকসুর প্রার্থী ও ভোটারদের মধ্যে আলোচনা-সমালোচনা চলছিল। অবশেষে বিষয়টি পরিষ্কার করলেন তিনি।

ফেসবুক পোস্টে রাফি লিখেছেন, তিনি রাজনীতিতে নতুন এবং শেখার পর্যায়ে আছেন। ব্যক্তিগত ও সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন চাকসু নির্বাচনে অংশ নিচ্ছেন না। তবে ক্যাম্পাসে তার সিনিয়র, জুনিয়র ও বন্ধুদের নির্বাচনে অংশগ্রহণে সহযোগিতা করবেন বলেও উল্লেখ করেছেন তিনি।

রাফি বলেন, কোনো রাজনৈতিক চাপের কারণে নয়, সম্পূর্ণ ব্যক্তিগত ও সংগঠনের শীর্ষনেতৃত্বের সঙ্গে আলোচনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনের বাইরে থেকেও শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট কাজে সরব থাকার প্রতিশ্রুতি দেন তিনি।

পোস্টে রাফি আরও উল্লেখ করেন, আপাতত নির্বাচনের চেয়ে সংগঠনকে শক্তিশালী করা তার কাছে অগ্রাধিকার পাচ্ছে। যারা তাকে সাহস ও উৎসাহ দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি দোয়া কামনা করেন এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ের সংগ্রামে পাশে থাকার ঘোষণা দেন।

জনপ্রিয় সংবাদ

ভোলায় চাঁদাবাজির অভিযোগে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের ২ নেতা আটক

চাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাগছাস নেতা খান তালাত মাহমুদ রাফি

আপডেট সময় ০৮:২০:০০ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি। বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে নিজের ভ্যারিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

এর আগে বাগছাসের চবি শাখার সদস্য সচিব আল মাসনূনও চাকসু নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দেন। সংগঠনটির পক্ষ থেকেও নির্বাচনে অংশ না নেওয়ার কথা জানানো হয়েছিল, যদিও নেতাকর্মীদের কয়েকজন ব্যক্তিগতভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ কারণে রাফির প্রার্থিতা নিয়ে চাকসুর প্রার্থী ও ভোটারদের মধ্যে আলোচনা-সমালোচনা চলছিল। অবশেষে বিষয়টি পরিষ্কার করলেন তিনি।

ফেসবুক পোস্টে রাফি লিখেছেন, তিনি রাজনীতিতে নতুন এবং শেখার পর্যায়ে আছেন। ব্যক্তিগত ও সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন চাকসু নির্বাচনে অংশ নিচ্ছেন না। তবে ক্যাম্পাসে তার সিনিয়র, জুনিয়র ও বন্ধুদের নির্বাচনে অংশগ্রহণে সহযোগিতা করবেন বলেও উল্লেখ করেছেন তিনি।

রাফি বলেন, কোনো রাজনৈতিক চাপের কারণে নয়, সম্পূর্ণ ব্যক্তিগত ও সংগঠনের শীর্ষনেতৃত্বের সঙ্গে আলোচনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনের বাইরে থেকেও শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট কাজে সরব থাকার প্রতিশ্রুতি দেন তিনি।

পোস্টে রাফি আরও উল্লেখ করেন, আপাতত নির্বাচনের চেয়ে সংগঠনকে শক্তিশালী করা তার কাছে অগ্রাধিকার পাচ্ছে। যারা তাকে সাহস ও উৎসাহ দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি দোয়া কামনা করেন এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ের সংগ্রামে পাশে থাকার ঘোষণা দেন।