এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশকে ১৬৯ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে শ্রীলঙ্কা। দাসুন শানাকার বিধ্বংসী ইনিংসে বড় পুঁজি পেয়েছে লঙ্কানরা। শ্রীলঙ্কা ২০ ওভারে ৭ উইকেটে ১৬৮ রান করে। শানাকা ৩৭ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন। বাংলাদেশের সেরা বোলিং নৈপুণ্য মুস্তাফিজুর রহমানের। ১৯ রানে নেন ৩ উইকেট। শেখ মেহেদী জোড়া শিকার করেন ২৫ রান দিয়ে। বল হাতে উদারতা দেখিয়েছেন শরিফুল ইসলাম, ৪ ওভারে বিলি করেছেন ৪৯ রান। লঙ্কানদের সেরা ব্যাটার দাসুন শানাকা। ৬ ছক্কা ও ৩ চারে ৩৭ বলে অপরাজিত ৬৪ রানের ইনিংস খেলেন তিনি। কুশল মেন্ডিস করেন ৩৪ রান। রান আউটে ফিরলেন আসালাঙ্কা, শানাকার ফিফটিএকের পর এক ক্যাচ ছাড়ার মাশুল দিচ্ছে বাংলাদেশ। প্রথমে শানাকার ক্যাচ ছাড়েন শামীম পাটোয়ারী। ৩৮ রানে জীবন পান তিনি। এরপর শরিফুলের ওভারে আসালাঙ্কার তোলা সহজ ক্যাচ ফেলে দেন তাওহিদ হৃদয়। এরপর মুস্তাফিজের ওভারেও আসালাঙ্কার ক্যাচ ছাড়েন হৃদয়। তিন ক্যাচ মিসে ১৫০ ছাড়িয়েছে শ্রীলঙ্কা। শরিফুলকে ছক্কা মেরে ৩০ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন শানাকা।১৯তম ওভারের প্রথম বলে রানআউট হয়েছে আসালাঙ্কাকে। ক্যাচ ছাড়ার পর হৃদয়ের থ্রো থেকেই লিটন আউট করেছেন আসালাঙ্কাকে । ১২ বলে ২১ রান করেছেন আসালাঙ্কা। ১৫৪ রানে পঞ্চম উইকেট হারাল শ্রীলঙ্কা। মুস্তাফিজের ওই ওভারেই লিটন দাসকে ক্যাচ দিয়ে আউট হন কামিন্দু মেন্ডিস। এরপর ওভারের শেষ বলে ওয়ানিন্দু হাসারাঙ্গার উইকেটটিও পেয়ে বোলিং কোটা পূরণ করেছেন মুস্তাফিজ। ৪ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন টাইগার এই পেসার।শতরানের আগে ৪ উইকেট নেই শ্রীলঙ্কার দলীয় ১০০ রানের আগেই ৪ উইকেট নেই শ্রীলঙ্কার। মুস্তাফিজুর রহমানের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন কুশল পেরেরা। ১৬ বলে ১৬ রান করেন লঙ্কান এই ব্যাটার। ১৪ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ ৯৮ রান। মিশারাকে বোল্ড করলেন মেহেদী মিশারাকে বোল্ড করে বাংলাদেশকে আরেকবার উল্লাসে মাতালেন শেখ মেহেদী। টাইগার এই স্পিনারকে রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হয়েছেন লঙ্কান এই ব্যাটার। ১১ বলে ৫ রান করেন তিনি। ৬৫ রানে তৃতীয় উইকেট হারাল লঙ্কানরা। ১০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ ৭২ রান। কুশলকে থামালেন মেহেদী আগের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয়ের নায়ক ছিলেন কুশল মেন্ডিস। ওপেনিংয়ে নেমে ৫২ বলে ৭৪ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেছেন তিনি। আজ বাংলাদেশের বিপক্ষেও ঝোড়ো শুরু পেয়েছেন। কিন্তু তার এই ঝড়ো বেশি বাড়তে দেননি মেহেদী। সাইফ হাসানের ক্যাচ হয়ে কুশল আজ ফিরলেন ২৫ বলে ৩৬ রান করে। ৮ ওভার শেষে ২ উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ ৬০ রান । ক্রিজে কামিল মিশরার সঙ্গী কুশল পেরেরা নিশাঙ্কাকে ফিরিয়ে জুটি ভাঙলেন তাসকিন টস হেরে ব্যাট করতে নেমেই ঝোড়ো শুরু পায় শ্রীলঙ্কা। শরিফুলের প্রথম ওভারে খরচ করেন ৮ রান। নিজের দ্বিতীয় ওভারে পাথুম নিশাঙ্কার কাছে টানা তিন চার হজম করেন। পঞ্চম ওভারে তাসকিনকে ছক্কা মেরে স্বাগত জানান নিশাঙ্কা। ওই ওভারের শেষ বলে নিশাঙ্কাকে ফিরিয়েছেন তাসকিন। সাইফ হাসানের ক্যাচ হয়ে ফেরার আগে ১৫ বলে ২২ রান করেন লঙ্কান এই ওপেনার। ৪৪ রানে প্রথম উইকেট হারাল শ্রীলঙ্কা। পাওয়ারপ্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ ৫৩ রান। ক্রিজে কুশল মেন্ডিসের সঙ্গী কামিল মিশরা। এর আগে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচে ২ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। একাদশে নেই নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেন। একাদশে ফিরেছেন শেখ মেহেদী ও শরিফুল ইসলাম। শ্রীলঙ্কার একাদশে কোনো পরিবর্তন নেই। খেলছেন আফগানিস্তান ম্যাচ শেষে বাবার মৃত্যু সংবাদ শোনা স্পিনার দুনিথ ভেল্লালাগে। বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।শ্রীলঙ্কার একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিল মিশারা, কুশল পেরেরা, চারিথা আশালঙ্কা, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুশমন্ত চামিরা, নুয়ান থুসারা, দুনিথ ভেল্লালাগে।
শানাকার ফিফটিতে ১৬৯ রানের লক্ষ্য পেল বাংলাদেশ
-
ডেস্ক রিপোর্টঃ
- আপডেট সময় ১০:৩৭:৩২ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
- ৫১৯ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ