আওয়ামী লীগের নৌকা প্রতীক স্থগিত রেখে মোট ১১৫টি প্রতীকের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নবগঠিত রাজনৈতিক দল এনসিপির প্রস্তাবিত শাপলাও সে তালিকায় স্থান পায়নি।আজ ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’-এর অধিকতর সংশোধন করে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। ওদিকে চলতি বছরের ২৮শে ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করা এনসিপি নতুন করে দলটির অনুকূলে শাপলা, সাদা শাপলা বা লাল শাপলা প্রতীক বরাদ্দের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছে।