ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম ফরিদপুরের বোয়ালমারী চৌরাস্তা স্টিলপট্টিতে আয়োজিত গণসমাবেশে বর্তমান সরকারের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশীয় রাজনীতিতে বৈষম্য সৃষ্টি করেছেন এবং নিজেকে রক্ষা করতে পারেননি।
ফয়জুল করিম বলেন, “সরকারপ্রধান অনেক বড় শিক্ষিত, শান্তিতে নোবেল পেয়েছেন, তবে রাষ্ট্র পরিচালনায় আণ্ডা পেয়েছেন, জিরো পেয়েছেন।” তিনি আরও অভিযোগ করেন, দেশে কিছু দালাল জরিপ প্রতিষ্ঠান নির্বাচনের ফলাফল মনমতো প্রকাশ করে জনগণকে বিভ্রান্ত করছে।
সমাবেশে তিনি মানুষের দীর্ঘ দিনের দুর্নীতি, বিচারহীনতা এবং বৈষম্যের প্রতি আক্ষেপ প্রকাশ করেন। তিনি বলেন, “আজ আমরা সবাই শামিল হয়েছি দেশে ইসলামিক রাষ্ট্র কায়েমের জন্য। আলেম সমাজ ক্ষমতায় এলে দেশের মানুষ দুর্নীতিমুক্ত হবে, বৈষম্য থাকবে না, শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থান সবার জন্য নিশ্চিত করা হবে এবং সব ধর্মের মানুষের নিরাপত্তা থাকবে।”
ফয়জুল করিম আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি প্রণয়ন ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার ওপর জোর দেন। সমাবেশে ফরিদপুর-১ ও ফরিদপুর-২ আসনের বিভিন্ন ইসলামী দল ও খেলাফত মজলিসের প্রার্থীরা উপস্থিত ছিলেন।
বোয়ালমারী উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল হক মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে ইসলামিক দলের বিভিন্ন প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এবং বক্তৃতা দেন।