ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে বৃহস্পতিবার রাতে কিছু শিক্ষার্থী উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করেন।
বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে ছিল ‘ভিসি স্যার জানেন নাকি, নীলক্ষেতের নায়ক আপনি’, ‘নীলক্ষেত না ডাকসু, নীলক্ষেত-নীলক্ষেত’, ‘ভিসি না নীলক্ষেত, নীলক্ষেত-নীলক্ষেত’ ইত্যাদি।
শিক্ষার্থীরা দাবি করেন, তারা জানতে চান বিশ্ববিদ্যালয় প্রশাসন নীলক্ষেত থেকে ব্যালট পেপার ছাপিয়েছে কি না। এছাড়া প্রার্থীরা নির্বাচনের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন অভিযোগ তুলেছেন, যা শিক্ষার্থীদের দাবি অনুযায়ী যথাযথ ভিত্তি রয়েছে। তারা প্রশাসনের পক্ষ থেকে এসব অভিযোগের সুষ্পষ্ট জবাব চেয়েছেন।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও মন্তব্য করেনি, তবে শিক্ষার্থীরা আশঙ্কা প্রকাশ করেছেন যে নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে প্রশাসনের জবাব দেওয়া প্রয়োজন।