বগুড়ার নন্দীগ্রামে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা পালিত হচ্ছে। গত ২১ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে দেবী পক্ষের সূচনা হয়। এরপর ২৭ সেপ্টেম্বর মহাপঞ্চমীর মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়। ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠী, আজ ২৯ শে সেপ্টেম্বর মহা সপ্তমী পালিত হচ্ছে, কাল ৩০ সেপ্টেম্বর মহা অষ্টমী পহেলা অক্টোবর মহানবমী এবং দুই অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শারদীয় দুর্গা পূজা উৎসব শেষ হবে।নন্দীগ্রাম উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা যায়, এবছর উপজেলার ৫টি ইউনিয়ন ও একটি পৌর সভায় ৪৭ টি মন্ডপে পূজা হচ্ছে। প্রতিটি মন্দিরে সরকারিভাবে ৫০০ কেজি করে চাল অনুদান দেওয়া হয়েছে। দুর্গাপূজার নিরাপত্তা ও সুষ্ঠু আয়োজনে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে পূজা উদযাপন পরিষদ ।এদিকে শারদীয় উৎসবে কোথাও যেন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য কঠোর নিরাপত্তায় রয়েছে উপজেলা প্রশাসন। সকাল থেকে শুরু করে সব সময় হিন্দু ধর্মাবলম্বীদের কঠোর নিরাপত্তা দিয়ে যাচ্ছে প্রশাসন। নন্দীগ্রাম ভূমি ও (ভারপ্রাপ্ত) উপজেলা নির্বাহী কর্মকর্তা রোহান সরকার এসব তথ্য নিশ্চিত করে বলেন, ৪৭টি পূজা মন্ডপের মধ্য ইতিমধ্যেই ২৫ টি পূজা মন্ডপ পরিদর্শন করা হয়েছে। প্রতিটি পূজা মন্ডপকে সিসিটিভির আওতায় আনা হয়েছে। এবং প্রতিটা পূজা মন্ডপের সভাপতিদের সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিও কলিং থেকে শুরু করে সমস্ত আপডেট টাইম টু টাইম নেওয়া হচ্ছে। এছাড়াও প্রতিটা পূজা মন্ডপে চার থেকে সাতজন করে আনসার সদস্যরা পাহারায় নিয়োজিত রয়েছেন। আমরা সকাল থেকেই পূজা মন্ডপে পরিদর্শন শুরু করেছি তাদের কাছে যাচ্ছি এবং সার্বিক খোঁজখবর নিচ্ছি। কোথাও যেন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শারদীয় দুর্গা উৎসব: কঠোর অবস্থানে প্রশাসন
-
ডেস্ক রিপোর্টঃ - আপডেট সময় ০৮:২৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
- ৫৮৫ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ




















