ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

২২ বছর ধরে জামায়াতে ইসলামী বিএনপির ছায়াতলে ছিল: ব্যারিস্টার খোকন

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:২৮:১৫ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৪১ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন করতে হলে সংবিধান সংশোধন করতে হবে এবং সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হবে; অন্যথায় নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।

রবিবার (তারিখ উল্লেখযোগ্য হলে) নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বজরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার খোকন অভিযোগ করেন, ২২ বছর ধরে জামায়াতে ইসলামী বিএনপির ছায়াতলে থেকে আন্দোলন করেছে, আর এখন আওয়ামী লীগ পালিয়ে যাওয়ায় তারা নির্বাচনে পিআর পদ্ধতি চাচ্ছে।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে দলের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে, যেন বিপুল ভোটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত সরকার গঠন করা যায়।

সোনাইমুড়ী ও চাটখিল উপজেলা বিএনপির কমিটিতে অনেক ত্যাগী ও তৃণমূল নেতাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি উল্লেখ করে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং ভবিষ্যতে ত্যাগীদের যথাস্থানে মূল্যায়ন করার আশ্বাস দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বজরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আজাদ। উপস্থিত ছিলেন সোনাইমুড়ি পৌর বিএনপির আহ্বায়ক মোতানের হোসেন মানিক, দেওটি ইউনিয়ন বিএনপির সভাপতি দিদার হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

জনপ্রিয় সংবাদ

২২ বছর ধরে জামায়াতে ইসলামী বিএনপির ছায়াতলে ছিল: ব্যারিস্টার খোকন

আপডেট সময় ১০:২৮:১৫ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন করতে হলে সংবিধান সংশোধন করতে হবে এবং সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হবে; অন্যথায় নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।

রবিবার (তারিখ উল্লেখযোগ্য হলে) নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বজরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার খোকন অভিযোগ করেন, ২২ বছর ধরে জামায়াতে ইসলামী বিএনপির ছায়াতলে থেকে আন্দোলন করেছে, আর এখন আওয়ামী লীগ পালিয়ে যাওয়ায় তারা নির্বাচনে পিআর পদ্ধতি চাচ্ছে।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে দলের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে, যেন বিপুল ভোটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত সরকার গঠন করা যায়।

সোনাইমুড়ী ও চাটখিল উপজেলা বিএনপির কমিটিতে অনেক ত্যাগী ও তৃণমূল নেতাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি উল্লেখ করে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং ভবিষ্যতে ত্যাগীদের যথাস্থানে মূল্যায়ন করার আশ্বাস দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বজরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আজাদ। উপস্থিত ছিলেন সোনাইমুড়ি পৌর বিএনপির আহ্বায়ক মোতানের হোসেন মানিক, দেওটি ইউনিয়ন বিএনপির সভাপতি দিদার হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।