ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

শাপলা প্রতীক বাদ, বেগুন-বাঁশি লাউসহ ৫০ প্রতীকের তালিকা দিয়ে এনসিপিকে চিঠি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:২২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • ৫৬৯ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)কে দলীয় প্রতীক বাছাইয়ের জন্য ৫০টি প্রতীকের তালিকা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২ অক্টোবর) ইসি সচিবালয়ের নির্বাচন সহায়তা শাখার উপ-সচিব মো. রফিকুল ইসলাম এ সংক্রান্ত চিঠি পাঠান দলটির আহ্বায়ক নাহিদ ইসলামকে। তবে তালিকায় এনসিপির কাঙ্ক্ষিত শাপলা প্রতীক নেই।

আবেদনপত্রে শুরুতে শাপলা, কলম ও মোবাইল ফোন প্রতীক চাওয়া হলেও পরে দলটি একাধিকবার সংশোধন করে সাদা বা লাল শাপলাকে বিকল্প হিসেবে দাবি করে। কিন্তু কমিশন জানিয়েছে, নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮-এর বিধি ৯ (১) অনুযায়ী শাপলা প্রতীক সংরক্ষিত তালিকায় নেই। তাই এনসিপিকে ৫০টি প্রতীক থেকে একটি বেছে নিতে হবে। দলটিকে আগামী ৭ অক্টোবরের মধ্যে লিখিতভাবে ইসিকে তাদের পছন্দ জানাতে হবে।

ইসির পাঠানো তালিকায় রয়েছে আলমারি, খাট, উটপাখি, ঘুড়ি, কাপ-পিরিচ, চশমা, দালান, বেগুন, চার্জার লাইট, কম্পিউটার, জগ, জাহাজ, টিউবওয়েল, টিফিন ক্যারিয়ার, টেবিল, টেবিল ঘড়ি, টেলিফোন, ফ্রিজ, তবলা, বক, মোরগ, কলম, তরমুজ, বাঁশি, লাউ, কলস, চিংড়ি, থালা, বেঞ্চ, লিচু, দোলনা, প্রজাপতি, বেলুন, ফুটবল, ফুলের টব, মোড়া, বালতি, কলা, বৈদ্যুতিক পাখা, মগ, মাইক, ময়ূর, মোবাইল ফোন, শঙ্খ, সেলাই মেশিন, সোফা, স্যুটকেস, হরিণ, হাঁস ও হেলিকপ্টার।

ইসি কর্মকর্তারা স্পষ্ট করেছেন, কমিশনের সংরক্ষিত ১১৫ প্রতীকের বাইরে কোনও প্রতীক বরাদ্দ দেওয়ার সুযোগ নেই। অন্যদিকে, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটওয়ারী এর আগে বলেছেন, “শাপলা ছাড়া অন্য কিছু আমরা চাই না। এর বাইরে কিছু হলে সেটা ষড়যন্ত্র হবে।”

ইসি সচিবও ২৩ সেপ্টেম্বর পুনরায় জানিয়েছিলেন, শাপলা প্রতীক কমিশনের তালিকায় নেই, তাই এনসিপিকে তা দেওয়া সম্ভব নয়। এখন দেখার বিষয়, আগামী ৭ অক্টোবরের মধ্যে দলটি তালিকা থেকে কোন প্রতীক বেছে নেয়।

জনপ্রিয় সংবাদ

শাপলা প্রতীক বাদ, বেগুন-বাঁশি লাউসহ ৫০ প্রতীকের তালিকা দিয়ে এনসিপিকে চিঠি

আপডেট সময় ১১:২২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)কে দলীয় প্রতীক বাছাইয়ের জন্য ৫০টি প্রতীকের তালিকা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২ অক্টোবর) ইসি সচিবালয়ের নির্বাচন সহায়তা শাখার উপ-সচিব মো. রফিকুল ইসলাম এ সংক্রান্ত চিঠি পাঠান দলটির আহ্বায়ক নাহিদ ইসলামকে। তবে তালিকায় এনসিপির কাঙ্ক্ষিত শাপলা প্রতীক নেই।

আবেদনপত্রে শুরুতে শাপলা, কলম ও মোবাইল ফোন প্রতীক চাওয়া হলেও পরে দলটি একাধিকবার সংশোধন করে সাদা বা লাল শাপলাকে বিকল্প হিসেবে দাবি করে। কিন্তু কমিশন জানিয়েছে, নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮-এর বিধি ৯ (১) অনুযায়ী শাপলা প্রতীক সংরক্ষিত তালিকায় নেই। তাই এনসিপিকে ৫০টি প্রতীক থেকে একটি বেছে নিতে হবে। দলটিকে আগামী ৭ অক্টোবরের মধ্যে লিখিতভাবে ইসিকে তাদের পছন্দ জানাতে হবে।

ইসির পাঠানো তালিকায় রয়েছে আলমারি, খাট, উটপাখি, ঘুড়ি, কাপ-পিরিচ, চশমা, দালান, বেগুন, চার্জার লাইট, কম্পিউটার, জগ, জাহাজ, টিউবওয়েল, টিফিন ক্যারিয়ার, টেবিল, টেবিল ঘড়ি, টেলিফোন, ফ্রিজ, তবলা, বক, মোরগ, কলম, তরমুজ, বাঁশি, লাউ, কলস, চিংড়ি, থালা, বেঞ্চ, লিচু, দোলনা, প্রজাপতি, বেলুন, ফুটবল, ফুলের টব, মোড়া, বালতি, কলা, বৈদ্যুতিক পাখা, মগ, মাইক, ময়ূর, মোবাইল ফোন, শঙ্খ, সেলাই মেশিন, সোফা, স্যুটকেস, হরিণ, হাঁস ও হেলিকপ্টার।

ইসি কর্মকর্তারা স্পষ্ট করেছেন, কমিশনের সংরক্ষিত ১১৫ প্রতীকের বাইরে কোনও প্রতীক বরাদ্দ দেওয়ার সুযোগ নেই। অন্যদিকে, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটওয়ারী এর আগে বলেছেন, “শাপলা ছাড়া অন্য কিছু আমরা চাই না। এর বাইরে কিছু হলে সেটা ষড়যন্ত্র হবে।”

ইসি সচিবও ২৩ সেপ্টেম্বর পুনরায় জানিয়েছিলেন, শাপলা প্রতীক কমিশনের তালিকায় নেই, তাই এনসিপিকে তা দেওয়া সম্ভব নয়। এখন দেখার বিষয়, আগামী ৭ অক্টোবরের মধ্যে দলটি তালিকা থেকে কোন প্রতীক বেছে নেয়।