দক্ষিণ কোরিয়ার নামিয়ানজু শহরের সংগুরী মসজিদের প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত ইন্টারন্যাশনাল ইসলামিক কনফারেন্স-২০২৫ শনিবার অনুষ্ঠিত হয়েছে।
সিউলের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, এ কনফারেন্সে ওয়াজ পরিবেশন করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শায়েখ আহমাদুল্লাহ ও শায়েখ ড. মিজানুর রহমান আজহারী। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির অংশগ্রহণে অনুষ্ঠিত কনফারেন্সে উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তৌফিক ইসলাম শাতিল।
রাষ্ট্রদূত তার সংক্ষিপ্ত বক্তব্যে কনফারেন্স আয়োজনের জন্য ধন্যবাদ জানান। ইসলামী মূল্যবোধকে বাংলাদেশি জাতীয়তাবাদের অন্যতম মূল ভিত্তি আখ্যা করে তিনি প্রবাসী বাংলাদেশিদের ইসলামের ইতিহাস এবং অনুশাসন সম্পর্কে গভীর জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের সার্বিক উন্নয়নের সঙ্গে সঙ্গে বিদেশের মাটিতে বাংলাদেশের ইমেজ বৃদ্ধির জন্য কাজ করার আহ্বান জানান।