গাজীপুরের শ্রীপুরে ছাত্রদলের এক নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাতে পরিচালিত পৃথক অভিযানে পাঁচজনকে আটক করা হয়েছে। তবে অভিযুক্ত ছাত্রদল নেতা জুবায়ের আল মামুন এখনও পলাতক রয়েছেন।
ডিবি পুলিশের ওসি মো. হাসমত উল্লাহ জানান, আটক শাহারিয়ার রহমান সাদাফের দেওয়া তথ্যের ভিত্তিতে তার ফুফাত ভাই জুবায়ের আল মামুনের বাড়িতে অভিযান চালানো হয়। মামুন শ্রীপুর উপজেলার কাওরাইদ বাজার এলাকার আবদুল খালেকের ছেলে এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।
অভিযানে মামুনের বাড়ির ওয়্যারড্রব থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি এবং দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় মামুন পালিয়ে যান।
আটককৃতরা হলেন—শ্রীপুরের টেপিরবাড়ি এলাকার ইমরান হোসেন (২২), গাজীপুর সদরের ভবানীপুর এলাকার আশিকুল ইসলাম (১৯), গাজীপুর মহানগরীর লাগালিয়া এলাকার মেহেদী হাসান ইমন (২৩), শ্রীপুরের মুলাইদ এলাকার শাহারিয়ার রহমান সাদাফ (২২) এবং কেওয়া পশ্চিমখন্ড দারোগারচালা এলাকার মোজাম্মেল হাসান রোমান (২২)।
প্রথমে গাজীপুর ও শ্রীপুর থেকে তিনজনকে আটক করা হয়, পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ময়মনসিংহের ভালুকায় অভিযান চালিয়ে আরও দুজনকে গ্রেপ্তার করে ডিবি। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের শনিবার আদালতে পাঠানো হয়েছে।
তবে প্রধান অভিযুক্ত জুবায়ের আল মামুন এখনও পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ওঠার পরও ছাত্রদলের পক্ষ থেকে কোনো সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানা গেছে।