ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া হবে না: ইসি আনোয়ারুল

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:৫৮:৪২ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • ৫৩৯ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, নবগঠিত দল এনসিপি দাবি করলেও সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় শাপলা না থাকায় তাদের এই প্রতীক দেওয়ার কোনো সুযোগ নেই।

 

রোববার (১৯ অক্টোবর) সকালে সিলেট পুলিশ লাইনসে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার এ কথা বলেন। আগামী নির্বাচনে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজন করা হয় এই প্রশিক্ষণ কর্মশালা।

 

 

কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবে না জানিয়ে আনোয়ারুল ইসলাম বলেন, আইনগতভাবে তাদের আগামী নির্বাচনে অংশ নেওয়ার কোনো উপায় নেই।

 

 

পিআর পদ্ধতিতে নির্বাচন সম্ভব কি না—এমন প্রশ্নে নির্বাচন কমিশনার বলেন, এটি রাজনৈতিক ও সরকারি সিদ্ধান্ত, যা নিয়ে নির্বাচন কমিশনের মন্তব্য করার কোনো সুযোগ নেই।

 

আনোয়ারুল ইসলাম বলেন, রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। তবে অতীতের মতো প্রহসনমূলক নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। বিতর্কিত কেউ আগামী নির্বাচনী দায়িত্বে থাকতে পারবেন না। নির্বাচনে মাঠ পর্যায়ের দায়িত্বশীলদের সর্বোচ্চ নিরাপত্তা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দিয়ে আইন করা হচ্ছে।

 

তিনি বলেন, সকল বাহিনী প্রস্তুত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও কোনো চ্যালেঞ্জ নয়। সবার সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী ও সিলেটের পুলিশ সুপার মাহবুবুর রহমান।

জনপ্রিয় সংবাদ

কত আসনে প্রার্থী দেবে এনসিপি, স্পষ্ট করলেন নাহিদ

এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া হবে না: ইসি আনোয়ারুল

আপডেট সময় ০৮:৫৮:৪২ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, নবগঠিত দল এনসিপি দাবি করলেও সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় শাপলা না থাকায় তাদের এই প্রতীক দেওয়ার কোনো সুযোগ নেই।

 

রোববার (১৯ অক্টোবর) সকালে সিলেট পুলিশ লাইনসে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার এ কথা বলেন। আগামী নির্বাচনে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজন করা হয় এই প্রশিক্ষণ কর্মশালা।

 

 

কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবে না জানিয়ে আনোয়ারুল ইসলাম বলেন, আইনগতভাবে তাদের আগামী নির্বাচনে অংশ নেওয়ার কোনো উপায় নেই।

 

 

পিআর পদ্ধতিতে নির্বাচন সম্ভব কি না—এমন প্রশ্নে নির্বাচন কমিশনার বলেন, এটি রাজনৈতিক ও সরকারি সিদ্ধান্ত, যা নিয়ে নির্বাচন কমিশনের মন্তব্য করার কোনো সুযোগ নেই।

 

আনোয়ারুল ইসলাম বলেন, রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। তবে অতীতের মতো প্রহসনমূলক নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। বিতর্কিত কেউ আগামী নির্বাচনী দায়িত্বে থাকতে পারবেন না। নির্বাচনে মাঠ পর্যায়ের দায়িত্বশীলদের সর্বোচ্চ নিরাপত্তা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দিয়ে আইন করা হচ্ছে।

 

তিনি বলেন, সকল বাহিনী প্রস্তুত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও কোনো চ্যালেঞ্জ নয়। সবার সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী ও সিলেটের পুলিশ সুপার মাহবুবুর রহমান।