ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শাহবাগে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:০১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • ৫২৯ বার পড়া হয়েছে

পূর্বের আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জের ধরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগের শহীদ আবু সাঈদ কনভেনশন হলে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কনভেনশন হলের দ্বিতীয় তলায় এনসিপির মোহাম্মদপুর ও বংশাল থানার নেতাকর্মীদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে ইউসুফ নামে বংশাল থানার এক কর্মী আহত হন।

সূত্র জানায়, তিন মাস আগে এক আর্থিক লেনদেনকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। অভিযোগ আছে, মোহাম্মদপুর থানার রিয়ান নামে এক নেতা বংশালের কয়েকজন নেতার কাছ থেকে দুই লাখ টাকা নেন কিন্তু পরবর্তীতে টাকা ফেরত দেননি। শুক্রবার সভাস্থলে মুখোমুখি হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং সংঘর্ষ বাধে।

পরে উপস্থিত অন্যান্য নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহত ইউসুফকে স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

দুর্নীতিমুক্ত দায়িত্ব পালন করেছি, আর মন্ত্রিত্ব নেব না’ — ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন

শাহবাগে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১

আপডেট সময় ০৯:০১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

পূর্বের আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জের ধরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগের শহীদ আবু সাঈদ কনভেনশন হলে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কনভেনশন হলের দ্বিতীয় তলায় এনসিপির মোহাম্মদপুর ও বংশাল থানার নেতাকর্মীদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে ইউসুফ নামে বংশাল থানার এক কর্মী আহত হন।

সূত্র জানায়, তিন মাস আগে এক আর্থিক লেনদেনকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। অভিযোগ আছে, মোহাম্মদপুর থানার রিয়ান নামে এক নেতা বংশালের কয়েকজন নেতার কাছ থেকে দুই লাখ টাকা নেন কিন্তু পরবর্তীতে টাকা ফেরত দেননি। শুক্রবার সভাস্থলে মুখোমুখি হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং সংঘর্ষ বাধে।

পরে উপস্থিত অন্যান্য নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহত ইউসুফকে স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।