জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা—আসিফ মাহমুদ ও মাহফুজ আলম—এর সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, তারা যদি রাজনীতি ও নির্বাচনে অংশ নিতে চান, তবে সরকারে থেকে তা করা সম্ভব নয়; এ ক্ষেত্রে তাদেরকে আলাদা সিদ্ধান্ত নিতে হবে।
শনিবার (২৪ মে) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে ওই দুই ছাত্র উপদেষ্টা সরকারের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন, আমিও তখন তাদের সঙ্গে ছিলাম। তবে বর্তমানে তারা এনসিপির সদস্য নন এবং তাদের সঙ্গে আমাদের কোনো আনুষ্ঠানিক যোগাযোগও নেই।
তিনি আরও অভিযোগ করেন, ওই দুই উপদেষ্টাকে এনসিপির সঙ্গে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে, যা তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা।
নাহিদ ইসলাম বলেন, “আমাদের প্রত্যাশা, গণঅভ্যুত্থানের বৈধতা ও জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে সব উপদেষ্টা—ছাত্র উপদেষ্টাসহ—একসঙ্গে কাজ করবেন।”
তিনি অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।