ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে ৩০ বছর দুই ভাইয়ের দুঃশাসন, পরিবর্তন চায় মানুষ: নূরুল ইসলাম বুলবুল

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৬:২৮:২১ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • ৫৮৪ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৩০ বছর ধরে একই পরিবারের দুই ভাই দুঃশাসন চালিয়েছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, দীর্ঘ সময় ধরে এই আসনে ক্ষমতায় থাকা সত্ত্বেও জেলাবাসীর ভাগ্যের কোনো উন্নয়ন হয়নি।

শনিবার (৮ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরে তিন হাজার মোটরসাইকেলের একটি শোডাউন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বুলবুল বলেন, “এক পরিবারের দুই ভাই ৩০ বছর ধরে এখানে দুঃশাসন চালিয়েছেন, শাসন করেছেন। মানুষ অতিষ্ঠ। এবার চাঁপাইনবাবগঞ্জের মানুষ পরিবর্তন চায়—অস্থিতিশীল অবস্থা থেকে প্রশান্তি খুঁজে পেতে চায়।”

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন নূরুল ইসলাম বুলবুল। আসনটি ১৯৯৬ সাল থেকে বিএনপি নেতা হারুন অর রশীদ এবং তার চাচাত ভাই আওয়ামী লীগ নেতা আব্দুল ওদুদের মধ্যে পালাক্রমে রয়েছে।

বিএনপি নেতা হারুন অর রশীদের বিরুদ্ধে অভিযোগ তুলে বুলবুল বলেন, “তিনি কেবল জামায়াতের বিরুদ্ধে বক্তব্য দেন, কিন্তু এলাকার উন্নয়ন বা জনগণের কল্যাণ নিয়ে কিছু বলেন না। এখন জনগণ এসব অপপ্রচার শুনতে চায় না। তারা সত্য, ন্যায় ও ইনসাফের পক্ষে।”

তিনি প্রশ্ন তোলেন, “এতবার এমপি হয়েও চাঁপাইনবাবগঞ্জে একটি মেডিকেল কলেজ হয়নি কেন? কলেজটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে পরিণত হলো না কেন? কৃষিভিত্তিক ইপিজেড বা নদীভাঙন রোধে কোনো উদ্যোগ দেখা যায়নি কেন?”

বুলবুল বলেন, “আমি পজিটিভ রাজনীতি করতে চাই। মানুষের উন্নয়ন ও কল্যাণে দল-মতের ঊর্ধ্বে কাজ করতে চাই। চাঁপাইনবাবগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি করছি, যাতে এখানকার তরুণরা উচ্চশিক্ষার সুযোগ পায়।”

জামায়াত নেতা বুলবুলের নেতৃত্বে শোডাউনটি নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বড় ইন্দারা মোড়ে গিয়ে শেষ হয়। এতে জেলা জামায়াতের আমির মাওলানা আবু জার গিফারি, সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, সাবেক পৌর মেয়র অধ্যক্ষ নজরুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে চাঁদ খোসাল মসজিদের বাক্সে ৯ লাখ টাকা

চাঁপাইনবাবগঞ্জে ৩০ বছর দুই ভাইয়ের দুঃশাসন, পরিবর্তন চায় মানুষ: নূরুল ইসলাম বুলবুল

আপডেট সময় ০৬:২৮:২১ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৩০ বছর ধরে একই পরিবারের দুই ভাই দুঃশাসন চালিয়েছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, দীর্ঘ সময় ধরে এই আসনে ক্ষমতায় থাকা সত্ত্বেও জেলাবাসীর ভাগ্যের কোনো উন্নয়ন হয়নি।

শনিবার (৮ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরে তিন হাজার মোটরসাইকেলের একটি শোডাউন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বুলবুল বলেন, “এক পরিবারের দুই ভাই ৩০ বছর ধরে এখানে দুঃশাসন চালিয়েছেন, শাসন করেছেন। মানুষ অতিষ্ঠ। এবার চাঁপাইনবাবগঞ্জের মানুষ পরিবর্তন চায়—অস্থিতিশীল অবস্থা থেকে প্রশান্তি খুঁজে পেতে চায়।”

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন নূরুল ইসলাম বুলবুল। আসনটি ১৯৯৬ সাল থেকে বিএনপি নেতা হারুন অর রশীদ এবং তার চাচাত ভাই আওয়ামী লীগ নেতা আব্দুল ওদুদের মধ্যে পালাক্রমে রয়েছে।

বিএনপি নেতা হারুন অর রশীদের বিরুদ্ধে অভিযোগ তুলে বুলবুল বলেন, “তিনি কেবল জামায়াতের বিরুদ্ধে বক্তব্য দেন, কিন্তু এলাকার উন্নয়ন বা জনগণের কল্যাণ নিয়ে কিছু বলেন না। এখন জনগণ এসব অপপ্রচার শুনতে চায় না। তারা সত্য, ন্যায় ও ইনসাফের পক্ষে।”

তিনি প্রশ্ন তোলেন, “এতবার এমপি হয়েও চাঁপাইনবাবগঞ্জে একটি মেডিকেল কলেজ হয়নি কেন? কলেজটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে পরিণত হলো না কেন? কৃষিভিত্তিক ইপিজেড বা নদীভাঙন রোধে কোনো উদ্যোগ দেখা যায়নি কেন?”

বুলবুল বলেন, “আমি পজিটিভ রাজনীতি করতে চাই। মানুষের উন্নয়ন ও কল্যাণে দল-মতের ঊর্ধ্বে কাজ করতে চাই। চাঁপাইনবাবগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি করছি, যাতে এখানকার তরুণরা উচ্চশিক্ষার সুযোগ পায়।”

জামায়াত নেতা বুলবুলের নেতৃত্বে শোডাউনটি নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বড় ইন্দারা মোড়ে গিয়ে শেষ হয়। এতে জেলা জামায়াতের আমির মাওলানা আবু জার গিফারি, সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, সাবেক পৌর মেয়র অধ্যক্ষ নজরুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা অংশ নেন।