ঢাকা ০৫:০২ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ফেনী-১ ও ফেনী-৩ আসনে এনসিপির দুই নেতা মনোনয়ন ফরম সংগ্রহ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০১:২২:১৯ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ৫৩৪ বার পড়া হয়েছে

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ ও ফেনী-৩ আসনের জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। শনিবার (৮ নভেম্বর) রাজধানীর এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে তারা ফরম নেন।

দলীয় সূত্রে জানা গেছে, ৬ নভেম্বর থেকে জাতীয় নাগরিক পার্টি মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে। ফরমের ন্যূনতম মূল্য ১০ হাজার টাকা, তবে জুলাইযোদ্ধা ও হতাহতদের জন্য এটি দুই হাজার টাকা। ফেনী-১ আসন থেকে ফরম সংগ্রহ করেছেন এনসিপির কেন্দ্রীয় সদস্য এহসানুল মাহবুব জোবায়ের, এবং ফেনী-৩ আসন থেকে মনোনয়ন নিয়েছেন জাহিদুল ইসলাম সৈকত।

মনোনয়ন গ্রহণের পর এহসানুল মাহবুব জোবায়ের জানান, দলীয় মনোনয়ন বিক্রির কার্যক্রম ১৩ নভেম্বর পর্যন্ত চলবে। তিনি ফেনী-১ আসন থেকে নির্বাচনে অংশ নিতে চান।

জাহিদুল ইসলাম সৈকত বলেন, “জাতীয় নাগরিক পার্টি তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করছে। দাগনভূঞা ও সোনাগাজী উপজেলার জনগণকে যারা জনপ্রতিনিধি হিসেবে পেয়েছেন, তারা কখনো জনগণের পাশে ছিলেন না। আমি তরুণদের প্রতিনিধিত্ব করি এবং তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করছি। এই আসনের উন্নয়ন ও তরুণ সমাজকে রাজনীতির ইতিবাচক ধারায় যুক্ত করার জন্যই নির্বাচনে অংশ নিচ্ছি। জনগণের আস্থা ও ভালোবাসাই আমার শক্তি।”

এর আগে, গত ৪ নভেম্বর এনসিপির মুখ্য সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি নাসিরুদ্দীন পাটওয়ারী জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আসনে এনসিপি কোন প্রার্থী ঘোষণা করবে না।

এ ব্যাপারে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।


 

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের অনশনে ইশরাকের সংহতি, নিবন্ধিত দলগুলোর নথি পুনঃযাচাইয়ের আহ্বান বিএনপি নেতার

ফেনী-১ ও ফেনী-৩ আসনে এনসিপির দুই নেতা মনোনয়ন ফরম সংগ্রহ

আপডেট সময় ০১:২২:১৯ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ ও ফেনী-৩ আসনের জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। শনিবার (৮ নভেম্বর) রাজধানীর এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে তারা ফরম নেন।

দলীয় সূত্রে জানা গেছে, ৬ নভেম্বর থেকে জাতীয় নাগরিক পার্টি মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে। ফরমের ন্যূনতম মূল্য ১০ হাজার টাকা, তবে জুলাইযোদ্ধা ও হতাহতদের জন্য এটি দুই হাজার টাকা। ফেনী-১ আসন থেকে ফরম সংগ্রহ করেছেন এনসিপির কেন্দ্রীয় সদস্য এহসানুল মাহবুব জোবায়ের, এবং ফেনী-৩ আসন থেকে মনোনয়ন নিয়েছেন জাহিদুল ইসলাম সৈকত।

মনোনয়ন গ্রহণের পর এহসানুল মাহবুব জোবায়ের জানান, দলীয় মনোনয়ন বিক্রির কার্যক্রম ১৩ নভেম্বর পর্যন্ত চলবে। তিনি ফেনী-১ আসন থেকে নির্বাচনে অংশ নিতে চান।

জাহিদুল ইসলাম সৈকত বলেন, “জাতীয় নাগরিক পার্টি তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করছে। দাগনভূঞা ও সোনাগাজী উপজেলার জনগণকে যারা জনপ্রতিনিধি হিসেবে পেয়েছেন, তারা কখনো জনগণের পাশে ছিলেন না। আমি তরুণদের প্রতিনিধিত্ব করি এবং তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করছি। এই আসনের উন্নয়ন ও তরুণ সমাজকে রাজনীতির ইতিবাচক ধারায় যুক্ত করার জন্যই নির্বাচনে অংশ নিচ্ছি। জনগণের আস্থা ও ভালোবাসাই আমার শক্তি।”

এর আগে, গত ৪ নভেম্বর এনসিপির মুখ্য সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি নাসিরুদ্দীন পাটওয়ারী জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আসনে এনসিপি কোন প্রার্থী ঘোষণা করবে না।

এ ব্যাপারে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।