আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ ও ফেনী-৩ আসনের জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। শনিবার (৮ নভেম্বর) রাজধানীর এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে তারা ফরম নেন।
দলীয় সূত্রে জানা গেছে, ৬ নভেম্বর থেকে জাতীয় নাগরিক পার্টি মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে। ফরমের ন্যূনতম মূল্য ১০ হাজার টাকা, তবে জুলাইযোদ্ধা ও হতাহতদের জন্য এটি দুই হাজার টাকা। ফেনী-১ আসন থেকে ফরম সংগ্রহ করেছেন এনসিপির কেন্দ্রীয় সদস্য এহসানুল মাহবুব জোবায়ের, এবং ফেনী-৩ আসন থেকে মনোনয়ন নিয়েছেন জাহিদুল ইসলাম সৈকত।
মনোনয়ন গ্রহণের পর এহসানুল মাহবুব জোবায়ের জানান, দলীয় মনোনয়ন বিক্রির কার্যক্রম ১৩ নভেম্বর পর্যন্ত চলবে। তিনি ফেনী-১ আসন থেকে নির্বাচনে অংশ নিতে চান।
জাহিদুল ইসলাম সৈকত বলেন, “জাতীয় নাগরিক পার্টি তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করছে। দাগনভূঞা ও সোনাগাজী উপজেলার জনগণকে যারা জনপ্রতিনিধি হিসেবে পেয়েছেন, তারা কখনো জনগণের পাশে ছিলেন না। আমি তরুণদের প্রতিনিধিত্ব করি এবং তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করছি। এই আসনের উন্নয়ন ও তরুণ সমাজকে রাজনীতির ইতিবাচক ধারায় যুক্ত করার জন্যই নির্বাচনে অংশ নিচ্ছি। জনগণের আস্থা ও ভালোবাসাই আমার শক্তি।”
এর আগে, গত ৪ নভেম্বর এনসিপির মুখ্য সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি নাসিরুদ্দীন পাটওয়ারী জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আসনে এনসিপি কোন প্রার্থী ঘোষণা করবে না।
এ ব্যাপারে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।



















