ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলাসহ ৫ মামলায় জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৪:৩৯:২৪ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ৫২৬ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানের সময় পোশাক শ্রমিক মিনারুল ইসলাম হত্যা মামলাসহ পাঁচ মামলায় জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

রোববার (৯ নভেম্বর) বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পৃথক আবেদনের শুনানি শেষে এ রায় দেন। রুল যথাযথ ঘোষণা করে আদালত আইভীর জামিন মঞ্জুর করেন।

আদালতে আইভীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি।

আইভীর আইনজীবী মোতাহার হোসেন সাজু জানান, এ রায়ের ফলে তার মুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই।

এর আগে গত মে মাসে মিনারুল হত্যা মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করেছিলেন আদালত।

উল্লেখ্য, গত বছরের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জের আদমজী এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন পোশাক শ্রমিক মিনারুল ইসলাম। এ ঘটনায় তার ভাই নাজমুল হক বাদী হয়ে শেখ হাসিনাসহ ১৩২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১২ নম্বর আসামি ছিলেন সেলিনা হায়াৎ আইভী। পরবর্তীতে তার বিরুদ্ধে আরও একাধিক মামলা হয়।

জনপ্রিয় সংবাদ

হিরো আলমের রাজনীতিতে নতুন চমক: গণ অধিকার পরিষদ থেকে জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সম্ভাবনা

পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলাসহ ৫ মামলায় জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী

আপডেট সময় ০৪:৩৯:২৪ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানের সময় পোশাক শ্রমিক মিনারুল ইসলাম হত্যা মামলাসহ পাঁচ মামলায় জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

রোববার (৯ নভেম্বর) বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পৃথক আবেদনের শুনানি শেষে এ রায় দেন। রুল যথাযথ ঘোষণা করে আদালত আইভীর জামিন মঞ্জুর করেন।

আদালতে আইভীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি।

আইভীর আইনজীবী মোতাহার হোসেন সাজু জানান, এ রায়ের ফলে তার মুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই।

এর আগে গত মে মাসে মিনারুল হত্যা মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করেছিলেন আদালত।

উল্লেখ্য, গত বছরের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জের আদমজী এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন পোশাক শ্রমিক মিনারুল ইসলাম। এ ঘটনায় তার ভাই নাজমুল হক বাদী হয়ে শেখ হাসিনাসহ ১৩২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১২ নম্বর আসামি ছিলেন সেলিনা হায়াৎ আইভী। পরবর্তীতে তার বিরুদ্ধে আরও একাধিক মামলা হয়।