ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি প্রতিশোধের রাজনীতি করবে না; “আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সব তুলে নেব” — মির্জা ফখরুল

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৬:২১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ৫৭৩ বার পড়া হয়েছে

সদর উপজেলা, শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ — মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব মন্তব্য করেছেন। সভায় তিনি বলেন, “আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগের মতো মামলা করতে চাই না। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে—সব মামলা তুলে নেব।”

ফখরুল বলেন, কিছু দল ও জামায়াতসহ অন্য দলেরা জোরজবরদস্তি করে তাদের দাবি চাপিয়ে দিতে চায় এবং পিআর-ঘোষিত গণভোট দাবি করছে, যা তারা মেনে নেবে না। আওয়ামী লীগের ঘোষিত লকডাউনকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, “আর পাগলামি করবেন না। মানুষের কাছে মাফ চান—এখনও মাফ চাননি। ছোট বাচ্চাদের গুলি করে মারা হয়েছে। আমরা প্রতিশোধ-প্রতিরোধের রাজনীতি করতে চাই না, আমরা শান্তির রাজনীতি করতে চাই। এ জন্যই আমরা নির্বাচন চেয়েছি।”

সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলা ও উপজেলাসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

বিএনপি প্রতিশোধের রাজনীতি করবে না; “আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সব তুলে নেব” — মির্জা ফখরুল

আপডেট সময় ০৬:২১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

সদর উপজেলা, শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ — মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব মন্তব্য করেছেন। সভায় তিনি বলেন, “আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগের মতো মামলা করতে চাই না। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে—সব মামলা তুলে নেব।”

ফখরুল বলেন, কিছু দল ও জামায়াতসহ অন্য দলেরা জোরজবরদস্তি করে তাদের দাবি চাপিয়ে দিতে চায় এবং পিআর-ঘোষিত গণভোট দাবি করছে, যা তারা মেনে নেবে না। আওয়ামী লীগের ঘোষিত লকডাউনকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, “আর পাগলামি করবেন না। মানুষের কাছে মাফ চান—এখনও মাফ চাননি। ছোট বাচ্চাদের গুলি করে মারা হয়েছে। আমরা প্রতিশোধ-প্রতিরোধের রাজনীতি করতে চাই না, আমরা শান্তির রাজনীতি করতে চাই। এ জন্যই আমরা নির্বাচন চেয়েছি।”

সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলা ও উপজেলাসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।