বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন যে, তার একটি বক্তব্যকে বিকেলে বিভিন্ন গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে দেওয়া তাঁর কথাগুলোকে বিকৃত করে প্রচার করা হয়েছে—যা অত্যন্ত দুঃখজনক।
ফখরুল জানান, তিনি তার বক্তব্যে বলেছেন যে, বিএনপি প্রতিশোধের রাজনীতি করতে চায় না এবং আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতেও চায় না। তিনি স্পষ্ট করে বলেছেন যে, তিনি শুধুমাত্র ওই ইউনিয়নে যদি হয়রানিমূলক কোনো মামলা করা হয় তা তুলে নেওয়ার কথা বলেছেন; কিন্তু দেশব্যাপী মামলা তুলে নেওয়ার বিষয়ে তিনি কোনো বক্তব্য দেননি।
তিনি দেশের জনগণ ও দলের সব স্তরের নেতাকর্মীদের গণমাধ্যমে প্রকাশিত ভুল বক্তব্য সম্পর্কে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।
এ বিষয়ে আরও উল্লেখ্য, একই সভায় ফখরুল বলেছেন—আমরা কোনো প্রতিশোধের রাজনীতি করব না; যদি কোনো মামলা হয়ে থাকে তিনি দেবে বলে দাবি করেছেন যে প্রয়োজন হলে উক্ত মামলা তুলে নেওয়া হবে। এছাড়া তিনি বর্তমান শাসনবাসস্থার সমালোচনা করে বলেন, শেখ হাসিনা দেশের জনগণের তাড়া খেয়ে বিদেশে গেছেন এবং সেখানে থেকে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার পরিকল্পনা করা হচ্ছে—যা ১৩ নভেম্বরের সুপরিকল্পিত লকডাউনের সঙ্গে সম্পর্কিত অভিযোগ হিসেবে তিনি উল্লেখ করেন।

























