রাজবাড়ী-২ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকেই প্রার্থী ঘোষণার দাবিতে আমরণ অনশনে বসেছেন তারেক জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও রাজবাড়ী জেলা আহ্বায়ক মো. রিয়াজুল ইসলাম।
গত সোমবার (৯ নভেম্বর) দুপুর ২টা থেকে তিনি পাংশা পৌর শহরের পুরাতন বাজার দর্গাতলা এলাকার হযরত শাহ্জুই (রহ.) মাজার শরীফের সামনে এই অনশন শুরু করেন।
মঙ্গলবার দুপুরে অনশনে থাকা অবস্থায় সাংবাদিকদের তিনি জানান, গত ৩ নভেম্বর বিএনপি সারা দেশে ২৩৭টি আসনে প্রার্থীদের মনোনয়ন ঘোষণা করেছে। জোট প্রার্থীদের জন্য ৬৩টি আসন এখনো খালি রাখা হয়েছে, যার মধ্যে রাজবাড়ী-২ আসনও রয়েছে। তিনি বলেন, “আমরা কোনো জোট প্রার্থী চাই না, আমরা ধানের শীষের প্রার্থী চাই।”
রিয়াজুল ইসলাম আরও অভিযোগ করেন, গুঞ্জন রয়েছে—এ আসনে জোটভিত্তিক প্রার্থী হিসেবে এনডিএমের মহাসচিব মোমিনুলকে মনোনয়ন দেওয়া হতে পারে। তিনি দাবি করেন, “মোমিনুলের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও র্যাবপ্রধান বেনজীর আহমেদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তিনি আওয়ামী লীগের দোসর। আমরা রাজবাড়ী-২ আসনে কোনো আওয়ামী দোসরকে দেখতে চাই না।”
তিনি জোর দিয়ে বলেন, রাজবাড়ী-২ আসনে অবশ্যই বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মনোনয়ন দিতে হবে—এই দাবিতেই তাঁর আমরণ অনশন চলবে।

























