ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় দেখে সন্তোষ প্রকাশ করেছেন খালেদা জিয়া

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:৫০:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ৫৪১ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালতের কার্যক্রম বিভিন্ন গণমাধ্যমে সরাসরি সম্প্রচারিত হয়েছে। এই রায় টেলিভিশনে দেখে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সন্তোষ প্রকাশ করেছেন। তিনি আশা প্রকাশ করেছেন, আদালতের রায় যথাযথভাবে বাস্তবায়িত হলে বিগত ১৭ বছরে সরকারের দ্বারা গৃহীত গুম ও হত্যার শিকার পরিবারের আত্মা শান্তি পাবে।

বিএনপির এক জ্যেষ্ঠ নেতা বলেন, “ম্যাডাম (খালেদা জিয়া) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় টেলিভিশনে দেখেছেন এবং স্বস্তি প্রকাশ করেছেন। জুলাই বিপ্লবের শহীদদের মামলায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। তার সঙ্গে এতোদিন যে অন্যায় করা হয়েছে, তার বিচার তিনি মহান আল্লাহর ওপর ছেড়ে দিয়েছেন।” এ বিষয়ে জানতে চাইলে চেয়ারপারসনের একান্ত সহকারী এবিএম আব্দুস সাত্তার জানান, তিনি নিজে এখনও ম্যাডামের বাসায় যাননি, তবে সরাসরি সম্প্রচারের মাধ্যমে নিশ্চয়ই চেয়ারপারসন রায় দেখেছেন।

গতকাল বেলা ২টা ৫০ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা করেন। প্যানেলের অন্যান্য সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী। রায় ঘোষণার সময় জনাকীর্ণ আদালতে আইনজীবীরা ছাড়াও জুলাই-আগস্টে নিহতদের পরিবারের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় দেখে সন্তোষ প্রকাশ করেছেন খালেদা জিয়া

আপডেট সময় ০৯:৫০:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালতের কার্যক্রম বিভিন্ন গণমাধ্যমে সরাসরি সম্প্রচারিত হয়েছে। এই রায় টেলিভিশনে দেখে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সন্তোষ প্রকাশ করেছেন। তিনি আশা প্রকাশ করেছেন, আদালতের রায় যথাযথভাবে বাস্তবায়িত হলে বিগত ১৭ বছরে সরকারের দ্বারা গৃহীত গুম ও হত্যার শিকার পরিবারের আত্মা শান্তি পাবে।

বিএনপির এক জ্যেষ্ঠ নেতা বলেন, “ম্যাডাম (খালেদা জিয়া) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় টেলিভিশনে দেখেছেন এবং স্বস্তি প্রকাশ করেছেন। জুলাই বিপ্লবের শহীদদের মামলায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। তার সঙ্গে এতোদিন যে অন্যায় করা হয়েছে, তার বিচার তিনি মহান আল্লাহর ওপর ছেড়ে দিয়েছেন।” এ বিষয়ে জানতে চাইলে চেয়ারপারসনের একান্ত সহকারী এবিএম আব্দুস সাত্তার জানান, তিনি নিজে এখনও ম্যাডামের বাসায় যাননি, তবে সরাসরি সম্প্রচারের মাধ্যমে নিশ্চয়ই চেয়ারপারসন রায় দেখেছেন।

গতকাল বেলা ২টা ৫০ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা করেন। প্যানেলের অন্যান্য সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী। রায় ঘোষণার সময় জনাকীর্ণ আদালতে আইনজীবীরা ছাড়াও জুলাই-আগস্টে নিহতদের পরিবারের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।