ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

‘ধার করে কারোর মার্কায় ভোট নয়, স্ব স্ব প্রতীকেই নির্বাচন’—ইসিকে কঠোর অবস্থানে এনসিপি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৪:২১:০২ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ৫৩০ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে রাজনৈতিক প্রতীক ব্যবহারের কড়াকড়ি ও গণভোটের প্রস্তুতি নিয়ে কড়া সমালোচনা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখ্য সমন্বয়ক ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী স্পষ্টভাবে বলেছেন—জোটবদ্ধ হলেও প্রার্থীরা অন্য দলের প্রতীক ব্যবহার করতে পারবে না, স্ব স্ব প্রতীকেই ভোট করতে হবে। তিনি বলেন, “ধার করে কারোর মার্কায় ভোট করা যাবে না। নিজের দলের কোট গায়ে দিতেই হবে।”

বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপে অংশ নিয়ে এনসিপির প্রতিনিধি দল অভিযোগ তোলে, গণভোট নির্বাচনের দিনই হওয়ার কথা হলেও ইসি এখনো কোনো প্রস্তুতি নিতে পারেনি। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “গণভোট কিভাবে হবে—ইসির কোনো প্রস্তুতির চিহ্নই দেখছি না। দ্রুত প্রক্রিয়া শুরু না করলে সময়মতো গণভোট করা সম্ভব হবে না।”

অন্যদিকে, বিএনপির প্রার্থীরা দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ব্যবহার করায় তীব্র আপত্তি জানিয়েছে এনসিপি। দলের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা বলেন, বিধিমালা অনুযায়ী দলীয় প্রধানের ছবি ছাড়া অন্য কারও ছবি ব্যবহার করা যাবে না। তিনি প্রশ্ন তোলেন, “বিধিমালা থাকা সত্ত্বেও বিএনপির প্রার্থীরা যেভাবে তারেক রহমানের ছবি ব্যবহার করছে—ইসি সেটি নিয়ন্ত্রণ করতে পারবে কি না, সেটাই এখন দেখার বিষয়।”

জহিরুল ইসলাম মুসা আরও বলেন, বিএনপির দলীয় প্রধান ম্যাডাম খালেদা জিয়া। তার ছবি ব্যবহার নিয়ে তাদের কোনো আপত্তি নেই। কিন্তু তারেক রহমানের ছবি ব্যবহার নির্বাচন বিধিমালার স্পষ্ট লঙ্ঘন। তিনি ইসির সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, “এটা কঠোরভাবে প্রয়োগ করতে পারলে জনগণের কাছে ইসির সক্ষমতা প্রমাণিত হবে।”

এছাড়া তিনি তরুণ ভোটার—বিশেষ করে জেনজি প্রজন্মকে নির্বাচন প্রক্রিয়ায় সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁর দাবি, যাদের বয়স নির্বাচন পূর্বে ১৮ পূর্ণ হবে, সকলকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।

সংলাপে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসীর উদ্দিন, অন্যান্য নির্বাচন কমিশনার ও ইসির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

হারুনুর রশীদ দাবি: পূজা ‘শয়তানের ইবাদত’ মন্তব্যে ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রশ্ন আসে না

‘ধার করে কারোর মার্কায় ভোট নয়, স্ব স্ব প্রতীকেই নির্বাচন’—ইসিকে কঠোর অবস্থানে এনসিপি

আপডেট সময় ০৪:২১:০২ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে রাজনৈতিক প্রতীক ব্যবহারের কড়াকড়ি ও গণভোটের প্রস্তুতি নিয়ে কড়া সমালোচনা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখ্য সমন্বয়ক ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী স্পষ্টভাবে বলেছেন—জোটবদ্ধ হলেও প্রার্থীরা অন্য দলের প্রতীক ব্যবহার করতে পারবে না, স্ব স্ব প্রতীকেই ভোট করতে হবে। তিনি বলেন, “ধার করে কারোর মার্কায় ভোট করা যাবে না। নিজের দলের কোট গায়ে দিতেই হবে।”

বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপে অংশ নিয়ে এনসিপির প্রতিনিধি দল অভিযোগ তোলে, গণভোট নির্বাচনের দিনই হওয়ার কথা হলেও ইসি এখনো কোনো প্রস্তুতি নিতে পারেনি। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “গণভোট কিভাবে হবে—ইসির কোনো প্রস্তুতির চিহ্নই দেখছি না। দ্রুত প্রক্রিয়া শুরু না করলে সময়মতো গণভোট করা সম্ভব হবে না।”

অন্যদিকে, বিএনপির প্রার্থীরা দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ব্যবহার করায় তীব্র আপত্তি জানিয়েছে এনসিপি। দলের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা বলেন, বিধিমালা অনুযায়ী দলীয় প্রধানের ছবি ছাড়া অন্য কারও ছবি ব্যবহার করা যাবে না। তিনি প্রশ্ন তোলেন, “বিধিমালা থাকা সত্ত্বেও বিএনপির প্রার্থীরা যেভাবে তারেক রহমানের ছবি ব্যবহার করছে—ইসি সেটি নিয়ন্ত্রণ করতে পারবে কি না, সেটাই এখন দেখার বিষয়।”

জহিরুল ইসলাম মুসা আরও বলেন, বিএনপির দলীয় প্রধান ম্যাডাম খালেদা জিয়া। তার ছবি ব্যবহার নিয়ে তাদের কোনো আপত্তি নেই। কিন্তু তারেক রহমানের ছবি ব্যবহার নির্বাচন বিধিমালার স্পষ্ট লঙ্ঘন। তিনি ইসির সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, “এটা কঠোরভাবে প্রয়োগ করতে পারলে জনগণের কাছে ইসির সক্ষমতা প্রমাণিত হবে।”

এছাড়া তিনি তরুণ ভোটার—বিশেষ করে জেনজি প্রজন্মকে নির্বাচন প্রক্রিয়ায় সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁর দাবি, যাদের বয়স নির্বাচন পূর্বে ১৮ পূর্ণ হবে, সকলকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।

সংলাপে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসীর উদ্দিন, অন্যান্য নির্বাচন কমিশনার ও ইসির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।