বিগত দিনে শুধু মাঠে-ময়দানে বক্তৃতা দিয়ে রাজনীতি করার পদ্ধতি আগামী দিনে কোনো কাজে লাগবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। তিনি বলেন, “৫০ বছর ধরে আমরা দেখেছি, সেই রাজনীতি আগামী দিনে দেশের মাটিতে কেউ মেনে নেবে না। আমাদের এখন রাজনীতি করতে হবে মানুষের জন্য, মানুষের ভাগ্য উন্নয়নের জন্য।”
বুধবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’ সংগঠনের আয়োজিত এক বর্ধিত সভায় শামা ওবায়েদ এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিনি নিজেই।
শামা ওবায়েদ বলেন, “রাজনীতি যদি করতে হয়, সেটা প্র্যাকটিক্যাল ও বাস্তববাদী হতে হবে। শুধু বক্তৃতা দিয়ে কোনো কাজ না করা পদ্ধতি আর কাজে লাগবে না। সত্যিকারের পরিবর্তন আনতে হলে কাজের মাধ্যমে জনগণের মন জয় করতে হবে, জনগণের পাশে থাকতে হবে ও মানুষের ভাগ্য উন্নয়ন করতে হবে।”
তিনি আরও উল্লেখ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও এই উপলব্ধি করেছেন এবং সেই কারণে ৩১ দফা প্রস্তাব করেছেন। শামা ওবায়েদ বলেন, “সংবিধান পরিবর্তন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, স্বচ্ছ ও দায়বদ্ধ সংসদ প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ৩১ দফা হচ্ছে আমাদের মূল মন্ত্র ও ম্যানিফেস্টো।”
জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মকে এই ৩১ দফা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। শামা ওবায়েদ বলেন, “মুক্তিযোদ্ধার পরিবারের সন্তানরা দেশ ও মানুষের ভালোবাসা, মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের উন্নয়নের জন্য রাজনীতি করবে। এ প্রজন্মকে মানুষের পাশে থাকার মাধ্যমে রাজনীতির নতুন পথ প্রদর্শন করতে হবে।”




















