ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ধানমণ্ডিতে পুলিশি আচরণ নিয়ে রাফিয়ার পক্ষে অবস্থান নিলেন ডু’হ প্রোক্টর শেহরীন আমিন মোনামি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:০২:০৪ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ৫৪০ বার পড়া হয়েছে

ধানমণ্ডিতে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণার দিনে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে ব্যাপক আলোচনায় আসেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়া। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে কেন্দ্র করে সমালোচনা তীব্র হওয়ায় এবার তার পাশে দাঁড়িয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও আলোচিত শিক্ষিকা শেহরীন আমিন ভূঁইয়া মোনামি।

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাফিয়ার প্রতি সমর্থন প্রকাশ করে মোনামি লিখেছেন, রাফিয়াকে টার্গেট করার মূল কারণ তার দৃশ্যমান ধর্মীয় পরিচয় ও সেটি ধারণের সাহস। তার ভাষায়, একই প্রতিবাদ ও assertiveness যদি কোনো নন-হিজাবি মেয়ের কাছ থেকে আসত, তবে সুশীল মহল তাকে নারীর ক্ষমতায়নের উদাহরণ হিসেবে তুলে ধরত।

তিনি আরও উল্লেখ করেন, উত্তপ্ত পরিস্থিতিতে পুলিশের আচরণ ছিল অসম্মানজনক, অগ্রহণযোগ্য ও নির্যাতনমূলক। কিন্তু রাফিয়ার সেই আচরণের বিরুদ্ধে দৃঢ়তা দেখানোকে ক্ষমতায়ন হিসেবে দেখা হচ্ছে না, বরং তাকে হেয় করার চেষ্টা চলছে। আর এর কারণ—তার feminist expression বাংলাদেশে প্রচলিত সংকীর্ণ, চয়েস-ভিত্তিক ফেমিনিজমের সঙ্গে না মেলা।

মোনামির এই অবস্থান সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে, অনেকে রাফিয়ার প্রতি সমর্থন জানালেও সমালোচনার ঢেউ আরো জোরালো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

নবীনগরে এক মঞ্চে বিএনপির সাত মনোনয়ন প্রত্যাশী, চাইলেন রিভিউ

ধানমণ্ডিতে পুলিশি আচরণ নিয়ে রাফিয়ার পক্ষে অবস্থান নিলেন ডু’হ প্রোক্টর শেহরীন আমিন মোনামি

আপডেট সময় ০৯:০২:০৪ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

ধানমণ্ডিতে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণার দিনে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে ব্যাপক আলোচনায় আসেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়া। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে কেন্দ্র করে সমালোচনা তীব্র হওয়ায় এবার তার পাশে দাঁড়িয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও আলোচিত শিক্ষিকা শেহরীন আমিন ভূঁইয়া মোনামি।

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাফিয়ার প্রতি সমর্থন প্রকাশ করে মোনামি লিখেছেন, রাফিয়াকে টার্গেট করার মূল কারণ তার দৃশ্যমান ধর্মীয় পরিচয় ও সেটি ধারণের সাহস। তার ভাষায়, একই প্রতিবাদ ও assertiveness যদি কোনো নন-হিজাবি মেয়ের কাছ থেকে আসত, তবে সুশীল মহল তাকে নারীর ক্ষমতায়নের উদাহরণ হিসেবে তুলে ধরত।

তিনি আরও উল্লেখ করেন, উত্তপ্ত পরিস্থিতিতে পুলিশের আচরণ ছিল অসম্মানজনক, অগ্রহণযোগ্য ও নির্যাতনমূলক। কিন্তু রাফিয়ার সেই আচরণের বিরুদ্ধে দৃঢ়তা দেখানোকে ক্ষমতায়ন হিসেবে দেখা হচ্ছে না, বরং তাকে হেয় করার চেষ্টা চলছে। আর এর কারণ—তার feminist expression বাংলাদেশে প্রচলিত সংকীর্ণ, চয়েস-ভিত্তিক ফেমিনিজমের সঙ্গে না মেলা।

মোনামির এই অবস্থান সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে, অনেকে রাফিয়ার প্রতি সমর্থন জানালেও সমালোচনার ঢেউ আরো জোরালো হয়েছে।