বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। বৃহস্পতিবার তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি ইংরেজিতে মন্তব্য করে শুভেচ্ছা জানান। সেই বার্তার অনুবাদে তিনি লেখেন— “শুভ জন্মদিন। বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে আপনার দৃষ্টিভঙ্গি, সাহস ও প্রজ্ঞা যেনো অব্যাহত আশীর্বাদ হিসেবে থাকে।”
বহু বছর ধরে আন্তর্জাতিক অঙ্গনে মানবাধিকার, গণতন্ত্র ও বাংলাদেশের রাজনীতি বিষয়ে সক্রিয় ভূমিকার জন্য পরিচিত মুশফিকুল ফজল আনসারী অতীতে বেগম খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে তিনি রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করলেও রাজনৈতিক ও সামাজিক বিষয়ে তার অবস্থান ও বক্তব্য বহুবার আলোচিত হয়েছে।
১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করা তারেক রহমানের জন্মদিন এবার পালিত হচ্ছে তুলনামূলকভাবে শান্ত ও সংযত পরিবেশে। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় কেন্দ্রীয়ভাবে কোনো আনুষ্ঠানিক আয়োজন না করার নির্দেশনা দিয়েছে বিএনপি। নেতাকর্মীদের কেক কাটা, পোস্টার-ব্যানার বা উৎসবমুখর কর্মসূচি থেকে বিরত থেকে দোয়া, মানবিক সহায়তা এবং নীরব শুভেচ্ছার মাধ্যমে দিনটি পালন করার আহ্বান জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
দলের ভেতরে–বাইরে শুভেচ্ছা বার্তা ছড়িয়ে পড়লেও এ বছর জন্মদিনঘিরে সাধারণত দেখা যাওয়া আনুষ্ঠানিকতা নেই। রাজনৈতিক সংবেদনশীলতার কারণে পুরো আয়োজনেই সতর্কতা ও সংযম বজায় রাখা হয়েছে বলে জানায় দলীয় সূত্র।





















