বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, নতুন বাংলাদেশ গড়তে নেতাকর্মীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে এবং অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন ছাড়া দেশের ভবিষ্যৎ সুরক্ষিত নয়। গতকাল রাতে ঢাকা-৬ আসনে আসন কমিটি ও থানা দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।
তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল সমাজকে ধ্বস্ত করেছে, সেখানে জামায়াত ইতিবাচক ভূমিকা রেখে পুনর্গঠনের কাজ করছে। ৫ আগস্টের পর দলটি শহীদ পরিবার, আহতরা ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে বলেও দাবি করেন তিনি। তার মতে, বিগত ১৫ মাসে জামায়াতের কর্মকাণ্ড জনগণের আস্থাকে আরও সুদৃঢ় করেছে, কারণ দলটি দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি বা লুটপাটের সঙ্গে জড়িত নয়।
জামায়াতের বিরুদ্ধে অতীতে জুলুম-নির্যাতন, মামলা, খুন-গুম, অফিস বন্ধ করে দেওয়া এবং রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, “এত নির্যাতনের পরও আমরা হারিয়ে যাইনি, মানুষের প্রয়োজনে আমরা ছিলাম, আছি এবং থাকবো।” তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, জনগণের কল্যাণে এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় আগের মতোই সাহসী ভূমিকা রাখতে হবে।
তিনি আরও দাবি করেন—সর্বস্তরের জনশক্তি মাঠে সক্রিয় থাকলে এবং পরিকল্পনা অনুযায়ী কাজ করা গেলে দাঁড়িপাল্লা প্রতীকে বিজয় নিশ্চিত হবে। জনগণ জামায়াতের নেতৃত্বে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য উন্মুখ—এমন মন্তব্যও করেন তিনি। ভোটকেন্দ্র দখলমুক্ত রাখতে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, ক্ষমতালোভীরা অস্ত্রের মহড়া ও টাকার প্রভাব খাটাতে পারে; তাই ভয়ভীতি উপেক্ষা করে জনগণের ভোটাধিকার রক্ষায় দায়িত্বশীল থাকতে হবে।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৬ আসনের নির্বাচন পরিচালক কামরুল আহসান হাসান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা-৬ আসনে দলটির মনোনীত প্রার্থী ড. আব্দুল মান্নান।




















