ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী হচ্ছেন ‘বিপ্লবী রিকশাওয়ালা’ সুজন

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:৩২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ৫৪৭ বার পড়া হয়েছে

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সঙ্গে লড়াই করতে যাচ্ছেন জুলাই বিপ্লবের আলোচিত মুখ ‘বিপ্লবী রিকশাওয়ালা’ সুজন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। এ সময় তার পাশে ছিলেন এনসিপির শীর্ষ নেতারাও।

জুলাই বিপ্লবের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের স্যালুট জানিয়ে সুজন রাতারাতি দেশজুড়ে আলোচনায় আসেন। মানুষের সেই ভালোবাসা ও নিজস্ব জনপ্রিয়তাকে পুঁজি করেই নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করার আশা প্রকাশ করেছেন তিনি।

মনোনয়ন সংগ্রহের পর সুজন বলেন, “আমি সংগ্রাম দেখেছি, সংগ্রাম করেছি। সাধারণ মানুষ আমি, সাধারণ মানুষ নিয়েই নির্বাচন করবো। এনসিপি থেকে মনোনয়ন কিনেছি—এতেই প্রমাণিত হলো একটি রাজনৈতিক দলে সবার অধিকার সমান। যে কেউ নির্বাচনে দাঁড়াতে পারে, যে কেউ মনোনয়নের ফরম কিনতে পারে।”

তিনি এনসিপির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “মানুষের ভালোবাসাই আমার শক্তি। আমি বিশ্বাস করি, সাধারণ মানুষের ভোটেই আমি জয়ী হবো।”

ঢাকা-৮ আসনে ইতোমধ্যে বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছে এই বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা। বিএনপির পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন মির্জা আব্বাস। জামায়াতে ইসলামী মনোনয়ন দিয়েছে অ্যাডভোকেট হেলাল উদ্দিনকে। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী।

তবে সবার দৃষ্টি এখন পড়ে আছে সহজ-সরল জীবনযাপনকারী, আন্দোলনের সময়কার প্রতীকী সাহসিকতার কারণে ভাইরাল হওয়া রিকশাচালক সুজনের ওপর—যিনি এবার সরাসরি সংসদ নির্বাচনের লড়াইয়ে।

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় ‘ছাত্রলীগ কর্মী’ সন্দেহে অষ্টম শ্রেণির ছাত্র গ্রেপ্তার

ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী হচ্ছেন ‘বিপ্লবী রিকশাওয়ালা’ সুজন

আপডেট সময় ০৯:৩২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সঙ্গে লড়াই করতে যাচ্ছেন জুলাই বিপ্লবের আলোচিত মুখ ‘বিপ্লবী রিকশাওয়ালা’ সুজন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। এ সময় তার পাশে ছিলেন এনসিপির শীর্ষ নেতারাও।

জুলাই বিপ্লবের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের স্যালুট জানিয়ে সুজন রাতারাতি দেশজুড়ে আলোচনায় আসেন। মানুষের সেই ভালোবাসা ও নিজস্ব জনপ্রিয়তাকে পুঁজি করেই নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করার আশা প্রকাশ করেছেন তিনি।

মনোনয়ন সংগ্রহের পর সুজন বলেন, “আমি সংগ্রাম দেখেছি, সংগ্রাম করেছি। সাধারণ মানুষ আমি, সাধারণ মানুষ নিয়েই নির্বাচন করবো। এনসিপি থেকে মনোনয়ন কিনেছি—এতেই প্রমাণিত হলো একটি রাজনৈতিক দলে সবার অধিকার সমান। যে কেউ নির্বাচনে দাঁড়াতে পারে, যে কেউ মনোনয়নের ফরম কিনতে পারে।”

তিনি এনসিপির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “মানুষের ভালোবাসাই আমার শক্তি। আমি বিশ্বাস করি, সাধারণ মানুষের ভোটেই আমি জয়ী হবো।”

ঢাকা-৮ আসনে ইতোমধ্যে বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছে এই বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা। বিএনপির পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন মির্জা আব্বাস। জামায়াতে ইসলামী মনোনয়ন দিয়েছে অ্যাডভোকেট হেলাল উদ্দিনকে। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী।

তবে সবার দৃষ্টি এখন পড়ে আছে সহজ-সরল জীবনযাপনকারী, আন্দোলনের সময়কার প্রতীকী সাহসিকতার কারণে ভাইরাল হওয়া রিকশাচালক সুজনের ওপর—যিনি এবার সরাসরি সংসদ নির্বাচনের লড়াইয়ে।