আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের স্ত্রী আনোয়ারা বেগম ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২১ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তোফায়েল আহমেদের ব্যক্তিগত সহকারী মো. হাচনাইন বিষয়টি রাত পৌনে ১০টার দিকে গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, কিছুদিন ধরে অসুস্থ ছিলেন আনোয়ারা বেগম এবং স্কয়ার হাসপাতালে তার চিকিৎসা চলছিল।
তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ সামাজিক ও পারিবারিক পরিসরে শোকের ছায়া নেমে এসেছে। বিস্তারিত তথ্য শিগগিরই জানানো হবে।


























