ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ভূমিকম্পে সিঁড়ি থেকে নামতে গিয়ে পা ভাঙল হামিমের

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০২:৫৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • ৫৫১ বার পড়া হয়েছে

শুক্রবার (২১ নভেম্বর) ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আকস্মিকভাবে ভূমিকম্প অনুভূত হওয়ার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। এতে কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম সিঁড়ি থেকে নামার সময় গুরুতর আহত হয়েছেন।

হামিম নিজ ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্টে জানিয়েছেন, “সকলে দোয়া করবেন। সিঁড়ি থেকে নামতে গিয়ে পা ভেঙে গেছে। নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।”

এছাড়া ভূমিকম্পের সময় দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টার মধ্যে হাজী মুহম্মদ মুহসীন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল এবং ফজলুল হক মুসলিম হলের অন্তত ৪ শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে দ্রুত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের রেডিও মেকানিক ইকবাল আহমেদ জানান, ভূমিকম্পটির উৎপত্তি ছিল নরসিংদীর মাধবদীতে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭ এবং ঢাকার আগারগাঁও থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ১৩ কিলোমিটার।

জনপ্রিয় সংবাদ

ওসমান হাদিকে গুলির ঘটনায় একজন শনাক্ত, সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে: ডিএমপি

ভূমিকম্পে সিঁড়ি থেকে নামতে গিয়ে পা ভাঙল হামিমের

আপডেট সময় ০২:৫৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

শুক্রবার (২১ নভেম্বর) ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আকস্মিকভাবে ভূমিকম্প অনুভূত হওয়ার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। এতে কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম সিঁড়ি থেকে নামার সময় গুরুতর আহত হয়েছেন।

হামিম নিজ ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্টে জানিয়েছেন, “সকলে দোয়া করবেন। সিঁড়ি থেকে নামতে গিয়ে পা ভেঙে গেছে। নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।”

এছাড়া ভূমিকম্পের সময় দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টার মধ্যে হাজী মুহম্মদ মুহসীন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল এবং ফজলুল হক মুসলিম হলের অন্তত ৪ শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে দ্রুত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের রেডিও মেকানিক ইকবাল আহমেদ জানান, ভূমিকম্পটির উৎপত্তি ছিল নরসিংদীর মাধবদীতে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭ এবং ঢাকার আগারগাঁও থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ১৩ কিলোমিটার।